আচমকাই আকাশের বুক চিরে ধেয়ে এল আগুনের গোলা, চমকে দেওয়া ভিডিও তুমুল ভাইরাল, দেখুন

আচমকাই আকাশের বুক চিরে ধেয়ে এল আগুনের গোলা, চমকে দেওয়া ভিডিও তুমুল ভাইরাল, দেখুন

এখন ভাইরালের যুগ। চোখের পলক পড়তে না পড়তেই যে-কোনও কন্টেন্ট যেমন ছবি বা ভিডিও বিশ্বের এ-প্রান্ত থেকে ওপ্রান্ত ছড়িয়ে পড়ছে। কন্টেন্ট-এর মাণের উপর নির্ভর করে ভাইরাল হতেও সময় লাগছে না। এই যেমন এই মুহূর্তে ইন্টারনেট কাঁপিয়ে-দাপিয়ে বেড়াচ্ছে আচমকাই রাতের আকাশে দেখা যাওয়া জ্বলন্ত আগুনের গোলার ভিডিও।

অস্ট্রেলিয়ায় তখন রাত। স্থানীয় সময় রাত ৯টা ২২ মিনিট নাগাদ কুইন্সল্যান্ডের কের্ন্স বিমানবন্দরের কাছে হঠাৎই আকাশে জ্বলজ্বল করে উঠল আগুনের গোলা। চারপাশের বৈদ্যুদিন আলোকে ম্লান করে দিল সেই মহাজাগতিক আলো।

স্থানীয় সংবাদমাধম জানায়, রাজ্যের পশ্চিম দিক থেকে উত্তর দিকে ছুটে যায় সেই আগুনের গোলা। অস্ট্রেলিয়ায় উল্কাপাতের সেই ভিডিও এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।
স্থানীয় ছোট গ্রাম ক্রডনের এক বাসিন্দা জানান, আচমকাই একটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। আকাশের দিকে তাকাতে দেখি আকাশের অন্ধকার চিড়ে ধেয়ে আসছে আগুনের গোলা। অস্ট্রেলিয়ার ন্যাসনাল ইউনিভার্সিটির অ্যাস্ট্রোফিজিসিস্ট ব্র্যাড টাকার জানা, উল্কাটির আকার ছিল .৫-১ মিটার, গতী ছিল ১৫০,০০০ কিমি প্রতি ঘণ্টায়।

(Feed Source: news18.com)