চির তুষারাবৃত বামনগ্রহ Pluto-র বুকে হৃদয় আঁকল কে! নাসা-র রহস্যময় ছবিতে তোলপাড়

চির তুষারাবৃত বামনগ্রহ Pluto-র বুকে হৃদয় আঁকল কে! নাসা-র রহস্যময় ছবিতে তোলপাড়

রহস্যময় অনন্ত মহাবিশ্বের ছবি অবিরত পোস্ট করতে থাকে নাসা৷ মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র এ বার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল প্লুটোর বুকে হৃদয়াকৃতি হিমবাহের ছবি৷ নিউ হরাইজন্স মহাকাশযানের তোলা এই ছবিটি নাসা ইনস্টাগ্রামে পোস্ট করেছে রবিবার৷ প্লুটোতে এই হিমবাহ অঞ্চল বিজ্ঞানী মহলে পরিচিত টোম্বাঘ রেজিও নামে৷ নাইট্রোজেন এবং মিথেনের সংমিশ্রণে তৈরি বরফেই আবৃত এই অঞ্চল৷ ছবির সঙ্গে নাসা ক্যাপশনে লিখেছে ‘‘আমাদের নতুন হরাইজন্স মহাকাশযান এই হৃদয় আকৃতি হিমবাহের ছবি তুলেছে৷ এই হিমবাহ ছাড়াও প্লুটোতে আছে পর্বত, পাহাড়ে খাড়াই ঢাল, উপত্যকা বরফের ফাটল এবং সমভূমি৷ মনে করা হচ্ছে এই হিমবাহ তৈরি হয়েছে মিথেন ও নাইট্রোজেন বরফে৷’’

২০০৬ সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হয় নিউ হরাইজন্স-কে৷ এর পর ২০১৫ সালের জুলাই মাসে এটি পৌঁছয় প্লুটোর কাছে৷ মহাকাশ গবেষণার ইতিহাসে নিউ হরাইজন্স-ই প্রথম যে প্লুটো এবং তার চাঁদের পার্শ্ববর্তী অংশ দিয়ে উড়ে গিয়েছে৷ নিউ হরাইজন্সের পাঠানো প্লুটোর হৃদয়-হিমবাহের ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা৷ সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছে মন্তব্যের স্রোতে৷ অজস্রবার শেয়ার করা হয়েছে ছবিটি৷

(Feed Source: news18.com)