মুখ্যমন্ত্রীর নজরে শিল্পে কর্মসংস্থান! কেমন শ্রমিক দরকার? জেলায় জেলায় নির্দেশ

মুখ্যমন্ত্রীর নজরে শিল্পে কর্মসংস্থান! কেমন শ্রমিক দরকার? জেলায় জেলায় নির্দেশ

কলকাতা : শিল্পের চাহিদা মতো বেকার ছেলে মেয়েদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে বণিক সভা, অ্যাসোসিয়েশন শিল্প সংস্থাগুলিকে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট পোর্টালে দ্রুত  নাম নথিভুক্ত করতে প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিল নবান্ন। তিন জন কর্মী নিয়ে কারখানা চালায় এমন সংস্থাকে নাম নথিভুক্ত করতে বলা হয়।

রাজ্যের কারিগরী শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট দফতরের  সচিব অরূপ আগরওয়াল সমস্ত দফতরের সচিবদের চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নবান্নের সিদ্ধান্ত কার্যকর কথা জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে,বণিকসভা ও শিল্প সংস্থা নাম নথিভুক্তির মধ্যে দিয়ে জেনে নিতে চায় শিল্প সংস্থায় কি ধরনের শ্রমিকের প্রয়োজন রয়েছে। যার ভিত্তিতে স্কিল ডেভেলপমেন্ট করা হবে। যাতে প্রশিক্ষণের পর একজনও বসে না থাকে। শিল্প  সংস্থাগুলি যাতে প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিক পায়। ইতিমধ্যেই রাজ্য সরকার এই প্রশিক্ষণের একটি তালিকা তৈরি করেছে।

মুখ্যমন্ত্রীর বৈঠকের পর মুখ্যসচিব জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে জানান, স্থানীয় শিল্প সংস্থার সঙ্গে গড়ে কি ধরনের শ্রমিকের প্রয়োজন জেনে নিয়ে স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্যের লক্ষ্য কর্মসংস্থান। এক্ষেত্রে সাফল্য পেতে শক্তিশালী রূপরেখা প্রয়োজন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় জেলায় কারিগরি শিক্ষা দফতরের মাধ্যমে চাকরির নিয়োগ পত্র তুলে দিয়েছিলেন যুবক যুবতীদের হাতে। কয়েক হাজার নিয়োগপত্র পেয়েছেন বিভিন্ন জেলা জুড়ে যুবক-যুবতীরা।

একাধিকবার রাজ্য প্রশাসনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের শিল্প সংস্থায় যে ধরনের কর্মদক্ষতার প্রয়োজন হয় অনেক ক্ষেত্রেই সেই প্রয়োজন মেটানো যায় না বলেও প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক কোর্স চালু করার নির্দেশও কারিগরি শিক্ষা দফতরকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

যদিও কারিগরি শিক্ষা দফতরের অধীনে একাধিক নয়া কোর্স চালু হলেও এখনও একাধিক সংস্থা রাজ্যে প্রয়োজন অনুযায়ী দক্ষ শ্রমিক পাচ্ছে না বলেও বিভিন্ন সময় প্রশাসনিক বৈঠকে শিল্প সংস্থাগুলি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

সে ক্ষেত্রে রাজ্য কারিগরি শিক্ষা দফতরের তরফে এই উদ্যোগ নতুন মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছেও সম্পূর্ণ ধারণা তৈরি হবে রাজ্যে কী ধরনের কর্মদক্ষতা সম্পন্ন শ্রমিক রয়েছেন। দ্রুত জেলাশাসকরা যাতে এই পদক্ষেপ করেন সেই বিষয় নিয়ে নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

(Feed Source: news18.com)