আর একটু ভুল হলেই…! টমেটোর মধ্যে লুকিয়ে ছিল কেউটে, হাত দিতেই যা কাণ্ড হল

আর একটু ভুল হলেই…! টমেটোর মধ্যে লুকিয়ে ছিল কেউটে, হাত দিতেই যা কাণ্ড হল

বাজারে টমেটো নিয়ে এসেছিলেন ব্যবসায়ী। এক ঝুড়ি লাল গোল রসালো টমেটোর মধ্যে হঠাৎই নড়ে উঠল কী যেন একটা! বিষয়টা বুঝে ওঠার আগেই দেখা গেল ফণা। আর কোনও সংশয় ছিল না ব্যবসায়ীদের। টমেটোর ঝুড়িতে বসে রয়েছে একটি বড়সড় সাপ।

বাজারে ততক্ষণে মধ্যপ্রদেশের সাগর এলাকার এক সবজি বাজারে সম্প্রতি ঘটেছে এমনই ঘটনা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি প্রায় ৩০ কিলোমিটার পথ সবজির ঝুড়িতে লুকিয়ে ট্রাকে চড়ে সাগরের সবজি বাজারে পৌঁছেছিল সাপটি। চেহারা দেখেই ব্যবসায়ীরা আন্দাজ করেছিলেন এটি বিষধর কেউটে হতে পারে। পরিস্থিতি বেগতিক বুঝে স্থানীয় সাপ ধরা আকিল বাবাকে খবর দেওয়া হয়। তিনি এসেই ধরে নিয়ে যান সাপটিকে। জানান, সত্যিই এটি বিষধর কেউটে।

স্থানীয় ব্যবসায়ীদের থেকে জানা গিয়েছে, ওই বাজারের টমেটো ব্যবসায়ী কাল্লু করৌলি চোনা তোরিয়া এলাকার নারায়ণপুর থেকে প্রচুর পরিমাণে টনেটো কিনেছিলেন পাইকারি দরে। বাজারে ট্রাক দাঁড় করিয়ে সবজি খালি করার কাজ চলছিল, প্রায় অর্ধেক গাড়ি খালি হয়ে যাওয়ার পর একটি ঝুড়ি উল্টে দিতেই বেরিয়ে আসে সাপটি। প্রায় ৩ ফুট লম্বা সাপটি টমেটো জড়িয়ে বসেছিল। এরই মধ্যে খবর দেওয়া হয় স্থানীয় সাপধরা আকিল বাবাকে।

আকিল বাজারে এসে সাপটিকে ধরে ফেলেন। যদিও কাজটা খুব সহজ ছিল না। টমেটোর ঝুড়িতে বসেই ফোঁস ফোঁস করছিল সাপটি। আকিল বলেন, এটি খুবই বিষধর কেউটে। যে কোনও সময় বিপদ ঘটতে পারত। সাপটিকে পরে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। সেটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দিয়েছেন বন দফতরের আধিকারিকেরা।

বসতি এলাকায় বিষধর সাপের দেখা মেলা অবশ্য নতুন কিছু নয়। এর আগে নানা জায়গায় সাপের দেখা মিলেছে। আসলে প্রচণ্ড গরমে বন্য প্রাণীরা বেরিয়ে আসছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

(Feed Source: news18.com)