Wrestler Protest: ক্ষোভের আগুনে জ্বলছে দেশ, মঙ্গলে গঙ্গায় পদক বিসর্জন কুস্তিগীরদের

Wrestler Protest: ক্ষোভের আগুনে জ্বলছে দেশ, মঙ্গলে গঙ্গায় পদক বিসর্জন কুস্তিগীরদের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্ষোভের আগুনে পুড়ছে দেশ। প্রতিবাদে গর্জে উঠছে বিভিন্ন মহল। আর এরই মাঝে ফের নতুন পদক্ষেপ প্রতিবাদী কুস্তিগীরদের। যৌন হয়রানিতে অভিযুক্ত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI)-র সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার বিষয়ে কেন্দ্রকে আল্টিমেটাম দিয়েছেন প্রতিবাদী কুস্তিগীররা। মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট সহ অন্যান্য বিক্ষোভকারীরা ২৩ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে তাদের প্রতিবাদ শুরু করেছিলেন। নাবালিকা সহ মহিলা ক্রীড়াবিদদের যৌন হয়রানির অভিযোগে তারা ডব্লিউএফআই সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দাবি জানিয়ে আসছে।

মঙ্গলবার এক নতুন পদক্ষেপ তাঁরা নিতে চলেছেন যা এই আন্দলে অন্য মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। কুস্তিগীররা বজরং পুনিয়ার ট্যুইটারে পোস্ট করা একটি যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আমরা আজ সন্ধ্যা ৬ টায় হরিদ্বারের গঙ্গায় আমাদের পদক ভাসিয়ে দেব’।

ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে গিয়ে আগেই সম্মান খুইয়েছেন দেশের প্রথমসারির কুস্তিগীররা। নতুন সংসদ ভবন (New Parliament House) অভিযান করতে গিয়ে আটক করা হয় ভিনেশ ফোগাট (Vinesh Phogat)-সাক্ষী মালিকদের (Sakshi Malik) মতো অলিম্পিক্সে পদকজয়ী মহিলা কুস্তিগীরদের। এরপরে তাঁদের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ এনে এফআইআর দায়ের করে দিল্লি পুলিস (Delhi Police)! রবিবার অর্থাৎ  ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধনের (New Parliament House) সময়েই রাস্তায় ফেলে দেশের সেরা কুস্তিগীরদের চরম হেনস্তা করা হয়। তাঁদের আটক করার মাত্র কয়েকঘণ্টার মধ্যেই এফআইআর দায়ের করে পুলিস। যদিও প্রতিবাদী কুস্তিগিরদের তরফে বজরং পুনিয়া (Bajrang Punia) জানিয়েছিলেন, তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

সেই এফআইআর-এর প্রতিবাদ জানিয়ে বজরং পুনিয়া বলেন, ‘নতুন সংসদ ভবনের উদ্বোধনে হাজির যৌন হেনস্তার এক মূল অভিযুক্ত, এটা খুবই দুঃখজনক। ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে ৭ দিন সময় লেগেছিল দিল্লি পুলিসের। কিন্তু আমাদের বেলায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এফআইআর হয়ে গেল! তবে আমরা মোটেও পিছিয়ে যাব না। বাকি কুস্তিগীরদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করব।‘

এই ঘটনার নিন্দা করেন অলিম্পিক পদকজয়ী নীরজ চোপরা। সংক্ষিপ্ত ট্যুইটে নিজের মনোভাব জানিয়েছেন তিনি। সাক্ষী, বজরং, ভিনেশদের আটকের ভিডিয়ো পোস্ট করে নীরজ লেখেন, ‘এটা দেখে মন খারাপ হল। পরিস্থিতি অন্যভাবেও সামলানো যেত।’

অন্যদিকে কড়া পুলিসে পদক্ষেপের পরেও সাক্ষী মালিক জানিয়ে দিয়েছেন, ‘আন্দোলন থামছে না। যন্তর মন্তর চত্বরে বিক্ষোভ চলবে।‘

(Feed Source: zeenews.com)