উড়ন্ত গাড়ির পরিকল্পনা হবে বাস্তব, চলতি দশক শেষ হওয়ার আগেই আকাশে ! বলছে হুন্ডাই

উড়ন্ত গাড়ির পরিকল্পনা হবে বাস্তব, চলতি দশক শেষ হওয়ার আগেই আকাশে ! বলছে হুন্ডাই

Automobile News: ইলেকট্রিক গাড়ির সঙ্গে এবার উড়ন্ত গাড়ির (Flying Cars) প্রযুক্তির দিকে মন দিচ্ছে বড় বড় কোম্পানি। সম্প্রতি উড়ন্ত গাড়ি যে আর স্বপ্ন নয়, তা স্বীকার করেছে হুন্ডাই। কোম্পানি জানিয়েছে, চলতি দশক শেষ হওয়ার আগেই উড়ন্ত গাড়ির স্বপ্ন বাস্তব হতে চলেছে।

Car News: রাস্তার পাশাপাশি উড়বে আকাশে
বহুদিন ধরেই এই ধরনের প্রযুক্তির ওপর কাজ করছিল বেশ কয়েকটি কোম্পানি। রাস্তার পাশাপাশি গাড়ির আকাশে ওড়ার স্বপ্ন দেখেছে বহু অটোমেকার। যেখানে গাড়ির দরজাই ডানা হয়ে উড়ান ভরবে আকাশে। এই ধরনের প্রযুক্তিকে EVOTL বা ‘ইলেকট্রিক ভার্টিকাল টেক অফ অ্যান্ড ল্যান্টিং এয়ারক্রাফট’ বলা হচ্ছে। এই টেকনোলজিতে ভর করেই গাড়িকে আকাশে ওড়ানোর স্বপ্ন দেখছে কোম্পানিগুলি। ইতিমধ্যেই এতে বেশকিছু সাফল্য এসেছে। তবে এই প্রযুক্তি খুব একটা সহজসাধ্য বিষয় নয়, যেখানে আপনি ইঞ্জিন স্টার্ট করলেই গাড়ি আকাশে উড়বে।

Flying Cars: কবে আসছে হুন্ডাইয়ের উড়ন্ত গাড়ি ?
সম্প্রতি ব্রিটেনে উন্ডাইয়ের শীর্ষ কর্তা মাইকেল কোল জানিয়েছেন, আগামী দিনে এই ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ির পরিকল্পনা বাস্তব হবে। চলতি দশক শেষ হওয়ার আগেই দেখা যেতে পারে এই গাড়ি। তবে এগুলি পুরোপুরি ইন্টার সিটি প্যাসেঞ্জার কার হিসাবে আসবে। প্রথমে খুব কম সংখ্যায় এই ধরনের পরীক্ষা দেখা যেতে পারে। শুরুর দিকে জিনিসপত্র নিয়ে যাওয়ার কাজে এই উড়্ন্ত গাড়ি ব্যবহার করা হবে। পরবর্তীকালে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে উড়ন্ত গাড়ির দরজা।

Car News: সবথেকে বড় চ্যালেঞ্জ এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ?

হুন্ডাই কর্তার ধারণা, উড়ন্ত গাড়ির প্রথম ব্যাচটি পরীক্ষামূলকভাবে একটি সিঙ্গল বা ডবল সিটার হতে পারে। এটি যাত্রীদের জন্য ভাবা হবে। পরবর্তীকালে মালপত্র বহনের জন্য আরও বড় ‘ফ্লাইং কার’-এর কথা ভাবতে পারে কোম্পানিগুলি। তবে এই ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল’। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে আকাশে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে তা সত্যিই ভাবনার বিষয়।

ইতিমধ্যেই মার্কিন মুলুকে এই নিয়ে চিন্তা-ভাবনা শুরু হয়েছে। সেখানে ফ্লাইং কার তৈরির কোম্পানিগুলি বিষয়টি আমেরিকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে তুলেছে। ফেডারাল ইউএস অ্যাডমিনিসস্ট্রেশন এই নিয়ে শীঘ্রই আলোচনায় বসবে।

(Feed Source: abplive.com)