আশা করি শুভবুদ্ধির উদয় হবে, নির্বাচন কমিশনার ইস্যুতে রাজ্যপালের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর

আশা করি শুভবুদ্ধির উদয় হবে, নির্বাচন কমিশনার ইস্যুতে রাজ্যপালের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর

হাওড়া :  ফের একবার কি রাজ্য-রাজ্যপালের সংঘাতের আবহ ? রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ ঘিরে তেমনই আশঙ্কার রেশ। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রাক্কালে এই মুহূর্তে কমিশনরাহীন রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। নবান্নের পাঠানো নামে এখনও রাজভবনের তরফে সবুজ সঙ্কেত না মেলাতেই কমিশনার পদটি ফাঁকা। আর তা নিয়েই রাজ্যপালকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার বিতর্কে বলেছেন, ‘পছন্দ না হলে ফাইল ফিরিয়ে দিন। সামনে পঞ্চায়েত আছে, আমি মাথা নিচু করছি না। কোনওবার সমস্যা হয়নি, এটা এই প্রথম হল। আশাকরি শুভবুদ্ধির উদয় হবে।’ প্রসঙ্গত, এদিনই রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার নিয়োগ প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছিল, ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত রবিবার শেষ হয়েছে রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ। প্রসঙ্গত, ১৮ মে রাজ্যপালের কাছে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে প্রাক্তন মুখ্য়সচিব রাজীব সিনহার নাম প্রস্তাব করে নবান্ন। কিন্তু, সরকারের তরফে মাত্র একজনের নাম পাঠানোয় প্রশ্ন তোলেন রাজ্যপাল (Governor)। জানতে চান, প্রাক্তন মুখ্য়সচিবের নাম পাঠানোর আগে কি মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়েছে ? এই বিষয়ে জানতে, শুক্রবার রাজভবনে তলব করা হয়েছিল মুখ্যসচিবকে। এরপর নবান্নের তরফে নির্বাচন কমিশনার হিসাবে দ্বিতীয় নাম প্রস্তাব করা হয়। রাজভবনে পাঠানো হয় অজিতরঞ্জন বর্ধনের নাম। বর্তমানে, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে রয়েছেন তিনি।আগে ছিলেন পঞ্চায়েত দফতরের দায়িত্বে।

কিন্তু, এরপরও কোনও নামেই সিলমোহর দেননি রাজ্যপাল। এদিকে রাজভবন সূত্রে খবর, রাজ্য সরকারের কাছে, রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত তৃতীয় নামও চাওয়া হয়েছে। যদিও এ বিষয়ে কোনও পক্ষই প্রকাশ্যে কিছু জানায়নি। তবে বিজেপি রাজ্যপালের পাশে দাঁড়ালেও, উল্টো সুর শোনা গেছে কংগ্রেসের গলায়।

রাজভবন সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও ভাবা হয়েছিল। কিন্তু, কবে চূড়ান্ত হবে পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনারের নাম ? তা নিয়েই বাড়ছে জল্পনা।

(Feed Source: abplive.com)