নয়াদিল্লি: গণবিবাহের আসর বসেছিল রাজস্থানে। লক্ষাধিক মানুষ যোগ দিয়েছিলেন সেই অনুষ্ঠানে। ওই বিবাহ অনুষ্ঠানের একটি ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল হয়েছে।
রাজস্থানের বারান জেলায় গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই বিবাহ অনুষ্ঠান ইতিমধ্যেই বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে। মোট দু’হাজার দু’শো বাইশ দম্পতির বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লক্ষাধিক মানুষ। গত ২৬ মে অনুষ্ঠিত এই গণবিবাহ অনুষ্ঠানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়া রিল এবং স্টেটাসে ঘুরছে। তেমনই এক ভিডিওতে দেখা গিয়েছে বিয়ের পর বর-কনে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু মাঝপথে নববধূ স্বামীর থেকে লুকিয়ে চট করে মুখে পুরে দিলেন গুটখা।
তবে একেবারে লুকোতে পারেননি। কারণ সেই সময় মোবাইল রেকর্ডিং করা এক ব্যক্তির ক্যামেরায় তা ধরা পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল সেই ভিডিও।
এছাড়াও আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক বর-কনে বিয়ের আচার-অনুষ্ঠান পালন করছেন। কিন্তু তারপরেই শুরু হয় ঝামেলা। এক মহিলা এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে ঢুকে পড়েই বিপত্তি বাধান।
আসলে রাজস্থানের বারানে সম্প্রতি একটি বড় রেকর্ড তৈরি হয়েছে। এখানে গত ২৬ মে গণবিবাহের আয়োজন করা হয়েছিল। যেখানে ২,২২২ দম্পতির গাঁটছড়া বাঁধা হয়। এই গণবিবাহ অনুষ্ঠানের কথা শুনলে অবাক হতে হয় বইকি!
কারণ এই গণবিবাহ সম্মেলনে অনেকগুলি বিশ্বরেকর্ড হয়েছে। পাশাপাশি এই বিবাহ অনুষ্ঠানের একাধিক ভিডিও এখন ভাইরাল। একটি ভিডিওতে দেখা গিয়েছে, বাড়ি যাওয়ার সময় কনে এমন কাণ্ড করেন যে আশেপাশের মানুষ হেসেই কুটিপাটি।
বারানে সোশ্যাল ট্রাস্ট শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থার উদ্যোগে এই গণবিবাহের আয়োজন করা হয়। নেতৃত্ব দেন রাজ্যের খনি মন্ত্রী। গণবিবাহে বর-কনের জামা-জুতো, অতিথিদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা এবং উপহারের ব্যবস্থা করা হয়। এই সময় লন্ডন থেকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি দলও বারানে পৌঁছেছিল।