পুলিশকে কামড়, থানায় তাণ্ডব জিম ট্রেনারের, ভাঙলেন ২টি চেয়ার ও ২টি টিভি

পুলিশকে কামড়, থানায় তাণ্ডব জিম ট্রেনারের, ভাঙলেন ২টি চেয়ার ও ২টি টিভি

বিধাননগর উত্তর থানায় রবিবার তাণ্ডব চালালেন এক তরুণ জিম ট্রেনার। বাইকে তিনজন মিলে চেপে বসায় রবিবার দুপুরে পুলিশ আটকেছিল সেই জিম প্রশিক্ষককে। পরে সেই রাতে থানায় ঢুকে তাণ্ডব চালান সেই প্রশিক্ষক। পুলিশের তরফে দাবি করা হয়, থানায় ঢুকে দু’টি চেয়ার এবং দু’টি টিভি ভেঙেছেন। ঘটনার সময় সেই যুবক মত্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বাইকে থাকা যুবকদের আটকানোর পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর চড়াও হয়েছিলেন তারা। সেই জিম প্রশিক্ষক বিশেষ ভাবে উত্তেজিত হয়ে পড়েন। একাধিক পুলিশকর্মী মিলে তাঁকে শান্ত করার চেষ্টা করেন। সেই সময় এক পুলিশকর্মীর শরীরে কামড় বসান সেই প্রশিক্ষক।

ঘটনাস্থলে থাকা এক পুলিশকর্মী সংবাদমাধ্যমকে বলেন, ‘মেডিক্যাল পরীক্ষার পরপরই সেই যুবক হিংস্র হয়ে ওঠে। তখন এক অফিসারকে কামড় দেয় সে। এরপর তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায় কর্তব্যরত পুলিশকর্মীরা। সেখানেও তাণ্ডব চালান সেই যুবক। প্রায় এক ঘণ্টা ধরে ভাঙচুর করে সে। এই আবহে একটি মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে।’ সোমবার সেই অভিযুক্ত জিম প্রশিক্ষককে আদালতে পেশ করা হয়। তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় আদালত।

জানা গিয়েছে, রবিবার দুপুরে বিএফ ব্লকে নাকা চেকিংয়ের সময় বাইকে তিনজন বসায় এবং অতিরিক্ত গতিতে বাইক চালানোর অভিযোগে সেই তিন যুবককে আটক করা হয়েছিল। প্রথমে চেকপয়েন্টে সেই যুবকদের থামানোর চেষ্টা করা হলেও তারা থামেনি। পরে এক সাব ইন্সপেক্টর তাদের পিছু নেন। এরপর একটি গেস্টহাউজের বাইরে সেই তিন যুবককে থামান সেই অফিসার। পুলিশকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন তিন যুবক। এর মধ্যে বেশি উত্তেজিত ছিল সেই জিম প্রশিক্ষক। পরে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৩৩৩, ১৮৬ ধারায় মামলা রুজু করা হয় তার বিরুদ্ধে।

(Feed Source: hindustantimes.com)