দশম শ্রেণির বই থেকে বাদ পড়ল ‘পিরিয়ডিক টেবিল’, বিতর্কের মুখে NCERT

দশম শ্রেণির বই থেকে বাদ পড়ল ‘পিরিয়ডিক টেবিল’, বিতর্কের মুখে NCERT

দশম শ্রেণির বিজ্ঞানের পাঠ্যবই থেকে বাদ পড়ল ‘পিরিয়ডিক টেবিল’ বা পর্যায় সারণী। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (NCERT) তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে পুরো ‘পিরিয়ডিক টেবিল’-র অধ্যায় বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ‘গণতান্ত্রিক রাজনীতি’-র অন্তর্গত একাধিক বিষয় বাদ পড়েছে। গণতন্ত্রের সামনে কী কী চ্যালেঞ্জ আছে, সেই সংক্রান্ত পুরো অধ্যায় বাদ দেওয়া হয়েছে। এনসিইআরটির তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস মহামারীর পরবর্তীতে পড়ুয়াদের উপর থেকে ভার লাঘব করতে পাঠ্যক্রম কাটছাঁট করা হচ্ছে। সেইসঙ্গে সংশ্লিষ্ট শ্রেণির অন্য কোনও বিষয়ে সেই অংশ থাকলে অথবা ওই অংশটি নীচু বা উঁচু কোনও ক্লাসে অন্তর্ভুক্ত থাকলে অথবা কোনও অংশ পড়ুয়াদের কাছে সহজলভ্য হলে অথবা বর্তমান পরিস্থিতিতে কোনও অংশ অপ্রাসঙ্গিক হলে সেই অংশটি বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এনসিইআরটি।

সেইসব যুক্তি দেখানো হলেও ‘পিরিয়ডিক টেবিল’ বা পর্যায় সারণীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশকে পুরোপুরি বাদ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ ‘পিরিয়ডিক টেবিল’ বা পর্যায় সারণী অত্যন্ত প্রাথমিক বিষয়। যে বিষয়ের উপর ভিত্তি করে পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়। ফলে গোড়াতেই কোনও বিষয় নিয়ে যদি পড়ুয়াদের স্বচ্ছ ধারণা না তৈরি হয়, তাহলে ভিত নড়বড়ে হবে। পরবর্তীতে পড়ুয়াদের সমস্যা হবে বলে সংশ্লিষ্ট মহলের মত। যদিও অপর অংশের বক্তব্য, নবম শ্রেণিতে ‘পিরিয়ডিক টেবিল’ আছে। ফলে সেখানেই পড়ুয়াদের ধারণা তৈরি হয়ে যাবে। তাই অহেতুক বিতর্কের কোনও অর্থ নেই।

তবে এই প্রথম বিতর্কের মুখে পড়ল না এনসিইআরটি। যে সংস্থা ১৯৬১ সালে তৈরি করা হয়েছিল এবং স্কুলশিক্ষা নিয়ে সরকারকে বিভিন্ন পরামর্শ প্রদান করে। কিন্তু সম্প্রতি এনসিইআরটির একাধিক সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। জীবনবিজ্ঞান বই থেকে বাদ পড়েছে ডারউইন তত্ত্ব। যা জীবনবিজ্ঞানের একেবারে প্রাথমিক বিষয় বলে সংশ্লিষ্ট মহলের। সেইসঙ্গে বিরোধীদের অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রচারের জন্য একাধিক এনসিইআরটির পাঠ্যক্রম পালটানো হয়েছে। বাদ হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অংশ। একাধিক অংশ যোগ করা হয়েছে।

(Feed Source: hindustantimes.com)