‘ভারতে গণতন্ত্র ধাক্কা খেলে প্রভাব সারা বিশ্বে’, আর কী হবে? বললেন রাহুল

‘ভারতে গণতন্ত্র ধাক্কা খেলে প্রভাব সারা বিশ্বে’, আর কী হবে? বললেন রাহুল

নয়াদিল্লি: বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। স্বাধীনতার পর থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রব্যবস্থা পরিচালনা হচ্ছে ভারতে, যা বিশ্বের বাকি দেশগুলির কাছে বিস্ময়ের বিষয়। সেই ভারতেই গণতান্ত্রিক পরিকাঠামো ধূলিসাৎ হচ্ছে বারবার অভিযোগ তুলছে কংগ্রেস এবং বাকি বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার আমেরিকায় দাঁড়িয়ে সেই বিষয়টি টেনে আনলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।

তাঁর মতে, ভারতীয় গণতন্ত্র সারা বিশ্বের জন্য ভাল বিষয়। ভারতের গণতন্ত্র মুখ থুবড়ে পড়লে তার প্রভাব সারা বিশ্বে পড়বে বলে দাবি রাহুলের। পাশাপাশি এমন ঘটনা ঘটলে তা আমেরিকার জাতীয় স্বার্থের জন্যও ভাল নয় বলে দাবি করেছেন রাহুল গাঁধী। তবে তার সঙ্গেই আরও একটি বিষয় স্পষ্ট করেছে রাহুল গাঁধী। তাঁর কথায়, ভারতের গণতন্ত্র ভারতেরই অভ্যন্তরীণ বিষয়। তিনিই সেটা নিয়ে লড়াই করবে। ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবের ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘এটা আমাদের কাজ। আমাদের বিষয়। ভারতের গণতন্ত্র রক্ষার জন্য আমাদেরই লড়াই করতে হবে।’

আমেরিকায় ৬ দিনের সফরে গিয়েছেন রাহুল। এরই মধ্যে বেশ কিছু জায়গায় আলোচনা সভাতেও অংশগ্রহণ করেছেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। ক্যালিফোর্নিয়াতে ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভুত আইটি-উদ্যোগপতিদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। এর আগে আমেরিকার মাটিতে দাঁড়িয়েই নিজের সাংসদপদ খোয়ানোর প্রসঙ্গ তুলে একটি মন্তব্য করেছিলেন তিনি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম, আমি তখন কখনও ভাবিনি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাব। আমি কখনও ভাবিনি এমন কিছু হে পারে।’ লোকসভার সাংসদপদ বাতিল প্রসঙ্গেই এমন মন্তব্য করেন তিনি। তার সঙ্গেই তাঁর মত, ‘যদিও আমি মনে করেছি এই ঘটনা আমার সামনে একটি বড়সড় সুযোগ খুলে দিয়েছে।’

ভারতে বারবার ফোনের আড়িপাতা ইস্যুতে বিজেপি সরকারকে তুলোধনা করেছে বিরোধীরা। রাহুলও বারবার সরব হয়েছেন। মার্কিন মুলুকে হওয়া একটি আলোচনাসভায় উঠে এসেছে সেটিও। তাঁর আইফোন ট্যাপ করা হয় বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সেই কথা বলতে গিয়ে তথ্যের অধিকার, তথ্যের সুরক্ষার বিষয়েও সওয়াল করেন তিনি।

(Feed Source: abplive.com)