Vande Bharat: ‘ভয়ঙ্কর অভিজ্ঞতা! এসি বিকল হাওড়া-এনজেপি বন্দে ভারতে,’ থামল ট্রেন

Vande Bharat: ‘ভয়ঙ্কর অভিজ্ঞতা! এসি বিকল হাওড়া-এনজেপি বন্দে ভারতে,’ থামল ট্রেন

হাওড়া-এনজেপি বন্দে ভারত। অনেকের কাছেই মর্যাদার ট্রেন। আর সেই ট্রেনে ফের বিপত্তি। এক যাত্রী সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ২রা জুন হাওড়া-এনজেপি বন্দে ভারতে ভয়াবহ অভিজ্ঞতা। সি১০ কামরায় এসি কাজ করছিল না। এরপর সি ১১ কামরায় যাত্রীদের স্থানান্তরিত করা হয়। স্বাভাবিকভাবেই সি ১১ কামরাকে কিছুটা মানিয়ে গুছিয়ে নিতে হয়। আসলে ট্রেন ছাড়ার আগে কোয়ালিটি চেক করা হচ্ছে না। এবার বন্দে ভারতকে বয়কট করা দরকার।

এদিকে তিনি যে ছবিটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে কামরায় একেবারে ঠাসাঠাসি ভিড়। বন্দে ভারতের মতো ট্রেনের এই পরিস্থিতি দেখে অনেকেই শিউরে উঠেছেন।

বাইরে কাঠফাটা গরম। সেকারণেই অনেকেই এনজেপি যাওয়ার জন্য় এখন বন্দে ভারতে চাপছেন। তুলনায় অনেকটাই আরামদায়ক এই সেমি হাইস্পিড ট্রেন। অত্যন্ত দ্রুততার সঙ্গে পৌঁছে যাওয়া যায় এই ট্রেনে। কিন্তু সেই ট্রেনেই এসি বিকল হয়ে যাওয়ার অভিযোগ তুললেন যাত্রী।

তবে সূত্রের খবর, কামারকুন্ডু স্টেশন ট্রেনটিকে কিছুক্ষণ দাঁড় করানো হয়েছিল। কিছুক্ষণের জন্য ট্রেনটিকে থামিয়ে দ্রুত এসি মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

গরমের ছুটিতে অনেকেই এখন পাহাড়মুখী। বন্দে ভারতের টিকিট পাওয়াটাই এখন সমস্যার। অনেকেই চাইছেন বন্দে ভারতের মতো হাই প্রোফাইল ট্রেনে চেপে শিলিগুড়ি যেতে। সূত্রের খবর, এদিন সকাল ৬টা ৫ মিনিটে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছেড়েছিল। তার মাঝেই ট্রেনের কামরায় এসি বিকলের বিষয়টি নজরে আসে। তারপরই কামারকুন্ডু স্টেশনে ট্রেনটিকে দাঁড় করানো হয়। তখন ঘড়িতে ৬টা ২৬ মিনিট। এরপর দ্রুত ট্রেনটির সংশ্লিষ্ট কামরার এসিকে মেরামত করা হয়। তারপর সাড়ে ৬টার মধ্যে ফের ট্রেনটিকে ছাড়া হয়। কার্যত কিছুটা হলেও স্বস্তি পান যাত্রীরা।

তবে এক যাত্রী সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, ট্রেন ছাড়ার আগে কোয়ালিটি চেক করা হচ্ছে না। এবার বন্দে ভারতকে বয়কট করা দরকার।এরপরই শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে।

(Feed Source: hindustantimes.com)