শুধু করমণ্ডল নয়, বেলাইন বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসও! কীভাবে ঘটল বিপর্যয়?

শুধু করমণ্ডল নয়, বেলাইন বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসও! কীভাবে ঘটল বিপর্যয়?

বালাসোর: একটি নয়, ওড়িশায় দুর্ঘটনার কবলে পড়েছে দু’টি যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন৷ করমণ্ডল এক্সপ্রেস ছাড়াও বেলাইন হয়েছে বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেস ট্রেনের দুটি বগি৷ দুটি ট্রেনের মধ্যে পাশাপাশি সংঘর্ষ হয়েছে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে৷

কীভাবে ঘটল দুর্ঘটনা? 

প্রথমে শোনা গিয়েছিল বালাসোর এবং সোড়ো স্টেশনের মধ্যে একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে৷ যদিও পরে জানা যায়, মালগাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে প্রথমে বেলাইন হয় ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেসের একাধিক কামরা৷ করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি কামরা গিয়ে পড়ে পাশের ডাউন লাইনের উপরে৷ সেই সময় ওই লাইন দিয়ে আসছিল ১২৮৬৪ ডাউন বেঙ্গালুরু- হাওড়া  এক্সপ্রেস৷ করমণ্ডল এক্সপ্রেসের বেলাইন হওয়া কামরার সঙ্গে ধাক্কা লেগে সেই ট্রেনটিরও দুটি কামরা লাইনচ্যুত হয়৷

প্রাথমিক ভাবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন৷ তবে দুর্ঘটনাস্থলের যে ছবি সামনে এসেছে, তাতে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷

এ দিন দুপুর ২.৪৫ মিনিটে শালিমার স্টেশন থেকে ছেড়েছিল চেন্নাইগামী  করমণ্ডল এক্সপ্রেস৷ সন্ধে ৬.০৫ মিনিটে ট্রেনটির বালেশ্বরে পৌঁছনোর কথা ছিল৷ তার আগেই ঘটে যায় দুর্ঘটনা৷

(Feed Source: news18.com)