Omicron variant BA.4: হায়দরাবাদে ওমিক্রনের নয়া প্রজাতির হদিশ! করোনার বৃদ্ধির আশঙ্কা দেখছে ভারত

Omicron variant BA.4: হায়দরাবাদে ওমিক্রনের নয়া প্রজাতির হদিশ! করোনার বৃদ্ধির আশঙ্কা দেখছে ভারত

নিজস্ব প্রতিবেদন: দেশে নতুন Omicron সাব-ভ্যারিয়েন্ট BA.4- এর প্রথম হদিশ মিলল। বৃহস্পতিবার হায়দ্রাবাদ থেকে রিপোর্ট করা হয়েছে ওই প্রজাতির। যদিও নতুন Covid-19 সাব ভেরিয়েন্টের শনাক্তকরণ বিভিন্ন সংবাদমাধ্যমে আগেই প্রকাশিত হয়েছিল। তবে এখন SARS-CoV-2 কনসোর্টিয়াম অন জিনোমিক্স (INSACOG) থেকে যাচাইকরণের পরই এই খবর নিশ্চিত করে জানান হচ্ছে।

জানা গিয়েছে বিদেশি যাত্রীদের থেকে পাওয়া গিয়েছে এই ভাইরাস। হায়দরাবাদ বিমানবন্দরে একজন আফ্রিকান নাগরিকের নমুনায় পাওয়া গিয়েছে এই ভাইরাস। যিনি সেই সময় ভারতে এসেছিলেন। ব্যক্তির কাছ থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখানেই দেখা গিয়েছে  তিনি Omicron এর BA.4 সাবভেরিয়েন্ট বহন করছেন।

INSACOG এর তরফে সরকারিভাবে কিছু না জানান হলেও ঘনিষ্ঠ সূত্রে খবর, চলতি মাসের ১৬ তারিখে ওই ব্যক্তি দেশে ফিরে গিয়েছেন, কারণ তিনি উপসর্গহীন ছিলেন। তবে ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন তাদের খোঁজ চালানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে কিছু বিবৃতি পাওয়া যায়নি৷

অন্যদিকে, আন্তর্জাতিক সফরকারীদের জন্য কোভিডের দ্বিতীয় ডোজ ও বুস্টারের মধ্যে যে সময়কালের ফারাক কমিয়ে দেওয়া হল। কেন্দ্রের এক সূত্র মারফত এই খবর জানা গিয়েছে, এবার থেকে দ্বিতীয় ডোজ নেওয়ার ৩ মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যেই বুস্টার ডোজ নেওয়া যাবে। যাঁরা বিদেশে যাচ্ছেন কেবলমাত্র তাঁদের ক্ষেত্রেই এই ছাড় থাকছে। এনিয়ে শীঘ্রই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সরকারি নির্দেশনামা জারি করা হবে।

(Source: zeenews.com)