সাপের বাচ্চা ধরে চিবিয়ে ফেলল শিশু, হাসপাতালে নিয়ে গেলেন অভিভাবকরা, তারপর যা হল…

সাপের বাচ্চা ধরে চিবিয়ে ফেলল শিশু, হাসপাতালে নিয়ে গেলেন অভিভাবকরা, তারপর যা হল…

অত্যন্ত উদ্বেগের ঘটনা। উত্তরপ্রদেশের ফারুকাবাদে এটি মরা বাচ্চা সাপকে বেমালুম চিবিয়ে ফেলেছিল একটি শিশু। মারাত্মক ঘটনা। তবে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন অভিভাবকরা।

ফারুকাবাদের মদনাপুর গ্রামের ঘটনা। এদিকে আতঙ্কে ওই বাচ্চার অভিভাবকরা দ্রুত মরা সাপটিকে বাচ্চার মুখ থেকে বের করে ফেলেন। এরপর তাঁরা মরা সাপটিকে একটি পলিথিনে মুড়িয়ে হাসপাতালে নিয়ে আসেন। বাচ্চাটিকেও তারা নিয়ে আসেন হাসপাতালে।

ঠিক কি হয়েছিল ঘটনাটি?

সূত্রের খবর, উঠোনে খেলছিল তিন বছর বয়সি ওই শিশু। তখনই আয়ুষ নামে ওই শিশুটি চিৎকার শুরু করে দেয়। তার ঠাকুমা ছুটে আসেন। এসে দেখেন আস্ত একটি সাপের বাচ্চাকে চিবোচ্ছে ওই শিশু। তিনি  দ্রুত সাপটিকে মুখ থেকে বের করে দেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

এদিকে সঙ্গে করে মরা সাপের বাচ্চাটিকেও তারা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসকরা বাচ্চাটিকে প্রয়োজনীয় ওষুধপত্র দেন। বাচ্চাটিকে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। এরপর দেখা যায় বাচ্চাটির শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। পরে বাচ্চাটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের মতে বাচ্চাটি আপাতত বিপদমুক্ত রয়েছে।

এদিকে এই ঘটনায় অভিভাবকদের মধ্য়ে অত্য়ন্ত উদ্বেগ ছড়িয়েছিল। তাদের মতে বিরাট ঘটনা হয়ে যেতে পারত। বাচ্চাটির সারা শরীরে বিষ ছড়িয়ে যেতে পারত। তবে ওয়াকিবহাল মহলের মতে, সম্ভবত ওই সাপটি নির্বিষ ছিল। সেকারণে বড় কোনও সমস্য়া হয়নি। এটি বিষধর সাপ হলে বড় বিপদ হয়ে যেতে পারত।

তবে মুখের মধ্যে সাপ রয়েছে এটা বুঝতে পেরেই তা বের করে দেন বাচ্চাটির ঠাকুমা। পরে ডাঃ রামমোনহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু চিকিৎসকরা প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাকে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণে রেখেছিলেন। পরে দেখা যায় শিশুটি সুস্থ রয়েছে। অবশেষে হাসি ফোটে অভিভাবকদের মুখে। স্বস্তি পান বাবা-মা।

(Feed Source: hindustantimes.com)