কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়বে কয়েক হাজার টাকা ! শীঘ্রই পেতে পারেন সুখবর

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়বে কয়েক হাজার টাকা ! শীঘ্রই পেতে পারেন সুখবর

Salary News: ফের আসতে পারে সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়তে পারে কয়েক হাজার টাকা। অন্তত তেমনই বলছে সংবাদমাধ্যমের রিপোর্ট।

7th Pay Commission: কত বাড়তে পারে ডিএ
সপ্তম বেতন কমিশনের  আতায় আগামী দিনে এই সুখবর দিতে পারে কেন্দ্রীয় সরকার। সরকার সিদ্ধান্ত নিলে , কর্মচারীদের বেতন ও পেনশনভোগীদের পেনশন হাজার হাজার টাকা বাড়বে। AICPI-এর তথ্য অনুযায়ী, মনে করা হচ্ছে- কর্মচারীরা মহার্ঘ ভাতাতে 3 থেকে 4 শতাংশ বৃদ্ধি পেতে পারেন।

যদি কর্মচারীদের জন্য ডিএ 4 শতাংশ বৃদ্ধি করা হয়, তবে কর্মীরা 46 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। মিডিয়া রিপোর্টে বলছে, জুলাই মাসে ডিএ বৃদ্ধি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে যেকোনও সময় ঘোষণা করা হতে পারে। সরকারের এই সিদ্ধান্তের পর কর্মচারীদের মহার্ঘ ভাতা বার্ষিক ভিত্তিতে ১ লাখ ৬৮ হাজার টাকার বেশি হবে।

7th Pay Commission: ৪ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি হতে পারে
এপ্রিল 2023-এর জন্য AICPI সূচক ডেটা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সেই অনুযায়ী তুলনা করলে তা বাড়ানো যেতে পারে ৪ শতাংশ। এক্ষেত্রে ডিএ ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হবে। একই সময়ে মে ও জুনের তথ্য না বাড়লেও মহার্ঘ ভাতার স্কোর 45.60-এর বেশি হবে। অর্থাৎ ৪৬ শতাংশ ডিএ বাড়ানো হবে। কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা জুলাই থেকে অক্টোবরের মধ্যে যে কোনও সময় করা যেতে পারে।

Salary News: মহার্ঘ ভাতা কত বাড়বে?
46% মহার্ঘ ভাতার পর পে ব্যান্ড 5400 এর বেতন যদি 30,550 টাকা দেখা যায়, তাহলে মোট বার্ষিক মহার্ঘ ভাতা হবে এক লাখ 68 হাজার টাকার বেশি। বর্তমানে এই পে ব্যান্ডে মোট মহার্ঘ ভাতা 1,53,972 টাকা। অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে ১৪,৬৬৪ টাকা।

7th Pay Commission: সরকার মূল বেতনও বাড়াতে পারে
এটা লক্ষণীয় যে কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা সংশোধন করে। এবার জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। জুলাই মাসে এটি সংশোধন করা বাকি আছে, যা সরকার শীঘ্রই ঘোষণা করতে পারে। মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে, মহার্ঘ ভাতার পাশাপাশি মূল বেতন বৃদ্ধির উপহারও দিতে পারে কেন্দ্রীয় সরকার। যার জন্য অপেক্ষা করতে হবে আর এক মাস।

(Feed Source: abplive.com)