সান নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন।
এখন পর্যন্ত নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন, সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৩০), সাহেদ নুর (৪৫), সাগর (২০), বাহাদুর পুরের ওয়াহিদ আলী (৩০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০)।
বুধবার (৭ জুন) ভোরে উপজেলার নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনিরুজ্জামান।
তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
(Feed Source: sunnews24x7.com)