
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলিতদের জন্য দেশ রয়েছে এক জায়গাতেই! ক্রিকেট ম্যাচে বাউন্ডরির বাইরে বেরিয়ে যাওয়া বল কুড়নোর জন্য ভয়ংকর শাস্তির মুখে পড়তে হল এক দলিত যুবককে। এলাকার উচ্চবর্ণের মানুষজন ওই দলিত যুবকের বাড়িতে হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি। কেটে নিল তার হাতের বুড়ো আঙুল। এমনই এক অভিযোগ উঠেছে মোদী রাজ্যের পাটান জেলায়। এনিয়ে পুলিসে অভিযোগ করেছেন ওই দলিত যুবক।
কীভাবে ঘটল এমন ঘটনা? পুলিস সূত্রে খবর, রবিবার ওই ঘটনা ঘটেছে জেলার কাকোসি গ্রামে। ওইদিন গ্রামের স্কুল মাঠে ক্রিকেট ম্যাচ চলছিল। মাঠের বাইরে বসে খেলা দেখছিল এক দলিত বালক। মাঠের বাইরে একটি বল আসতেই সে দৌড়ে গিয়ে তা কুড়িয়ে এনে ফেরত দেয়। আর এতে রেগে অগ্নিশর্মা উচ্চবর্ণের মানুষজন। তারা ওই বালককে ধরে বেধড়ক মারধর করে। এনিয়েই শুরু হয় বিবাদ। প্রবল গালিগালাজ করা হয় দলিতদের নাম ধরে।
এদিকে, ভাগ্নেকে মারধর করা হচ্ছে দেখে স্থির থাকতে পারেননি ধীরাজ পারমার। তিনি এসে বাধা দেন। তখনকার মতো বিষয়টি থেমে যায়। যে যার ঘরে চলে যায়। সন্ধে নামতেই উচ্চ বর্ণের ৭ জন ধারাল অস্ত্র নিয়ে জড়ো হয় ধীরাজ পারমারের বাড়িতে। ঘরে থেকে ডেকে প্রথমে প্রবল গালিগালাজ ও মারধর শুরু হয় ধীরজ ও তার ভাই কীর্তিকে। তাকে বেধড়ক পটিয়ে তার হাতের বুড়ো আঙুল কেটে নেয় এক হামলাকারী।
ওই ঘটনায় পুলিসে অভিযোগ করেছে ধীরজ ও কীর্তি। মোট ৭ জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দিয়েছে পুলিস। ধীরজের দাবি, কুলদীপ সিং রাজপুর তার ভাগ্নেকে বল কুড়োনোর জন্য প্রবল বকাবকি করে। তাকে তার জাত তুলে গালিগালাজ করা হয়। সেই সময় আমাকে বলা হয় দেখে নেবে। কুলদীপদের সঙ্গে ঝগড়ার সময় কিছু লোক এসে পড়ে বিষটি তখনকার মতো মিটিয়ে দেয়। কিন্তু পরে তারা লোকজন জোগাড় করে নিয়ে আসে। পরে কীর্তিকে মেরে অজ্ঞান করে দেওয়া হয়ে। কেটে নেওয়া হয় তার বাঁ হাতের বুড়ো আঙুল।
(Feed Source: zeenews.com)