মূলধন লগ্নির প্রশ্নই নেই, এই ৫ অনলাইন কাজে টাকা গুনে শেষ করা যাবে না!

মূলধন লগ্নির প্রশ্নই নেই, এই ৫ অনলাইন কাজে টাকা গুনে শেষ করা যাবে না!

কলকাতা: টাকা ততটাও কাজের জিনিস নয়- একথা বলে কেবল দুই ধরনের লোক, যাদের প্রচুর টাকা আছে আর যাদের কিছুই নেই! প্রথমটা যদি হয় অহঙ্কার, দ্বিতীয়টা তবে ক্ষোভ। এই ক্ষোভ আমাদের অনেকেরই- হাতে আরেকটু বেশি টাকা থাকলে কী ক্ষতি হত?

ক্ষতির প্রশ্নই ওঠে না, তবে টাকা রোজগারের জন্য যা যা করা দরকার, তাও আমরা অনেকেই করি না। হয় অফিস, নয় ব্যবসায় লোকসানের ভয়- এই দুইয়ের মাঝে ঘুরপাক খেয়ে মরি। যদিও এমন অনেক কাজ আছে যা প্রায় ব্যবসার মতোই, সেখানে আবার মূলধন লগ্নিরও কোনও ব্যাপার নেই। অনলাইনে তেমন কয়েক কাজের ব্যাপারে জেনে নেওয়া যাক।

POSP
পুরো কথা পয়েন্ট অফ সেলসপার্সন। কাজ বিমাবিক্রির। IRDAI-এর একটা ট্রেনিং থাকলে ১৮ বছরের পর থেকে এই কাজে লেগে পড়া যায়। যে কোনও বিমা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে। অনলাইনে কাজ, ঘোরাঘুরির ব্যাপার নেই, ফলে একবার ভেবে দেখা যেতেই পারে যদি জনসংযোগের ক্ষমতা দারুন হয়।

ফ্রিল্যান্সিং
লেখা, ছবি তোলা, প্রোগ্রামিং, এডিটিং, ডিজাইনিং- ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রটা বিশাল, প্রায় সব ধরনের কাজেই ফ্রিল্যান্সিং করা যায়। বলাই বাহুল্য, এখানে ফ্রিল্যান্সার নিজের মর্জির রাজা, নিজের সুবিধেমতো কাজ করা যায়। বাজিয়ে দেখা যায় এই কয়েক প্ল্যাটফর্ম- Freelance India, 99Designs, Upwork, Truelancer, Fiverr।

ঘরে তৈরি জিনিস বিক্রি
এরও কোনও সীমা পরিসীমা নেই, খাবার, হাতের কাজ, দরকারের কোনও জিনিস- যা থুশি বানিয়ে বিক্রি করা যায়, প্রোডাক্ট ভাল হলে টাকা আপসে আসবে। বিক্রির জন্য চুক্তিবদ্ধ হওয়া যায় এই কয়েক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে, এখানে অনেকেই অঢেল টাকা কামাচ্ছেন- Etsy India, Amazon, Flipkart, Ajio, IndiaMart।

ডেটা এন্ট্রি
শুধু একটা কমপিউটার থাকলেই হল, তার পরে নিজের সুবিধে মতো সময়ে কাজ করে ঘণ্টা পিছু ৩০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্তও রোজগার করা যায়। এর জন্য ঢুঁ মারা যায় এই কয়েক প্ল্যাটফর্মে- Freelancer, Guru, DionData Solutions, Axion Data Entry Services, Data Plus।

অ্যাপ, ওয়েবসাইট টেস্টিং
ঘণ্টা পিছু ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত পকেটে ভরে ফেলা যায় এই কাজের সূত্রে, দক্ষতা যত বাড়বে, কাজ তত আসতে থাকবে। এর জন্য কাজে লাগানো যায় এই কয়েক প্ল্যাটফর্মকে- BetaTesting, UserTesting, StartupLift, Test.io, TryMyUI।

(Feed Source: news18.com)