ফের কর্মী ছাঁটাইয়ের পথে Byju ?

ফের কর্মী ছাঁটাইয়ের পথে Byju ?

নয়া দিল্লি : মাস ছ’য়েক আগেই ৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল। এবার আরও কর্মী সংকোচনের পথে Byju।  The Morning Context-সূত্রে এমনই খবর। সংস্থার ২৮০টি সেন্টারে সেলস ও মার্কেটিং থেকে দু’জন করে কর্মীকে ছাঁটাই করার কথা বলা হয়েছে মার্কেটিং ম্যানেজারদের। এমনই খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের।

এছাড়া দেড়শোজন মার্কেটিং ম্যানেজারও কাজ হারাতে পারেন। এর জেরে সংস্থার সেলস ও মার্কেটিং বিশাল ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সেলসের একাধিক সিনিয়র ম্যানেজার এবং জেনারেল ম্যানেজার ফার্মের বেঙ্গালুরু সদর দফতর ছাড়তে শুরু করেছেন। তবে, রিপোর্ট অনুযায়ী, যাঁদের ছাঁটাই করা হবে, তাঁদের দুই মাসের বেতন দিয়ে দেওয়া হবে।

গত ফেব্রুয়ারি মাসেই কর্মী ছাঁটাই করেছিল edtech company Byju। এর আগেও কর্মী ছাঁটাই করেছে Byju কর্তৃপক্ষ। গতবছর অক্টোবর মাসে কর্মী ছাঁটাই করেছিল এই সংস্থা। নতুন পর্যায়ে ওয়ার্কফোর্স ১৫ শতাংশ কমিয়ে দিয়েছে Byju কর্তৃপক্ষ। প্রায় ১০০০ কর্মী চাকরি হারিয়েছেন এই পর্যায়ের কর্মী ছাঁটাই প্রক্রিয়ায়। কয়েক মাসে আগেই ২৫০০ কর্মী চাকরি খুইয়েছিলেন Byju সংস্থা থেকে। সেই তালিকায় যুক্ত হন আরও এক হাজার কর্মী।

সাম্প্রতিক ছাঁটাই প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং টিম থেকে ৩০০ জনকে ছাঁটাই করা হয় Byju সংস্থায়। এর পাশাপাশি লজিস্টিক্স টিমের কর্মক্ষমতা ৫০ শতাংশ কমে গিয়েছে। সমস্ত ফ্রেশারদেরও সরিয়ে দেওয়া হয়েছে এই edtech কোম্পানি থেকে। যেসব কর্মীদের ছাঁটাই করা হয়েছে তাঁদের কোনও অফিশিয়াল মেলও পাঠানো হয়নি। এই তথ্য ফাঁস হয়েছে অনলাইনে, শুরু হয়েছে জলঘোলাও। আর তাই হোয়াটসঅ্যাপ কলে কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় Byju কর্তৃপক্ষ।

এর আগে অভিযোগ উঠেছিল, যুক্তি এবং ভিত্তিহীন কারণে কর্মীদের ছাঁটাই করা হয়েছে। অনেককে উপরমহল থেকে বলা হয় তাঁরা কোম্পানিকে যথেষ্ট আয় দিতে পারছে না। তাই তাঁদের ছাঁটাই করা হচ্ছে। আবার Byju থেকে ছাঁটাই হয়ে যাওয়া অনেক কর্মী বলেন কোম্পানির তরফে তাঁদের জানানো হয়েছে যে সংস্থায় আর্থিক সমস্যা চলছে। আর তাই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ভবিষ্যতের জন্য সংস্থা আর্থিক সাশ্রয় করতে চায়।

গতবছর থেকে একাধিক প্রযুক্তি সংস্থা এই একই পথে হাঁটছে। তবে এর মাঝেও ইন্টেলের মতো সংস্থা কর্মী ছাঁটাই করেনি। বরং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেতন কমানো হয়েছে সবস্তরে। প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বেতন কমানো হয়েছে।

(Feed Source: abplive.com)