পঞ্চায়েতের ৫০% প্রার্থীদের লিস্ট দিতে বলুন! এজলাসেই বিরোধীদের চ্যালেঞ্জ কল্যাণের

পঞ্চায়েতের ৫০% প্রার্থীদের লিস্ট দিতে বলুন! এজলাসেই বিরোধীদের চ্যালেঞ্জ কল্যাণের

প্রধান বিচারপতির ভরা এজলাসে বিরোধীদের কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আইনজীবী তথা তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের দিন ক্ষণ নিয়ে কংগ্রেস-বিজেপির জনস্বার্থ মামলার শুনানি চলছিল। সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির কাছে প্রস্তাব দেন, সোমবারের মধ্যে বিরোধীদের সব প্রার্থীর নাম জমা দেওয়ার নির্দেশ দিতে। বিচারপতি তাঁর আর্জি শুনলেও সে রকম কোনও নির্দেশ দেননি।

পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর বিরোধীদের অভিযোগ, মনোনয়ন পেশের জন্য দেওয়া সময়সীমা খুবই কম। ওই সময়ের মধ্যে তাদের সব প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন না। কমিশন ভোটের দিন ক্ষণের বিষয়টি বিবেচনা করুক। এই বিষয়টি নিয়ে আদালতে একটি জনস্বার্থ মামলা হয়। শুক্রবার বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওই জনস্বার্থ মামলাটি ওঠে। সেই মামলার শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে বলেন,’ ওদের বলুন সব প্রার্থীর নাম দিতে। সোমবারই সব প্রার্থীর নাম আদালতে জমা দিন ওঁরা।’ কিন্তু বিচারপতি তাঁর সেই আবেদনে সাড়া দেননি।

সেই সময় বিজেপির আইনজীবী বলেন, ‘রাজ্য কেন সব কিছুতে মন্তব্য করছে? নির্বাচন তো ওরা পরিচালনা করছেন না।’ তা শুনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,’আপনারা আদালতে এসেছেন যখন প্রার্থীদের লিস্ট দিন না। কম করে ৫০ শতাংশ নাম জমা দিতে বলুন।’

বিরোধীদের অভিযোগ, শাসকদলের ‘সন্ত্রাসে’র কারণে প্রার্থী দিতে পারে না তারা। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি, আসলে সব আসনে প্রার্থী দেওয়ার মতো বিরোধীদের লোকবলই নেই। সে কারণে তারা প্রার্থী দিতে পারে না।  দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় ‘সন্ত্রাসে’র অভিযোগ উড়িয়ে দিয়ে একাধিকবার বলেছেন, ‘প্রার্থী দিতে না পারলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি দাঁড়িয়ে থেকে প্রার্থীর মনোনয়ন জমা করিয়ে দেব।’

এত দিন জনসভাতে যে চ্যালেঞ্জে ছুড়ে দিতেন দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বার প্রার্থীর নাম জমা দেওয়ার প্রস্তাব দিয়ে কার্যত সেই চ্যালেঞ্জ এজলাসে ছুড়ে দিলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

(Feed Source: hindustantimes.com)