‘পুলিশ সাজিয়ে পঞ্চায়েত ভোটে..’ বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর! কড়া হুঁশিয়ারি..

‘পুলিশ সাজিয়ে পঞ্চায়েত ভোটে..’ বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর! কড়া হুঁশিয়ারি..

কলকাতা: সিভিক ভলান্টিয়ারদের পুলিশ কর্মী ‘সাজিয়ে’ পঞ্চায়েত ভোটে ব্যবহার করার চেষ্টা করা হবে৷ শনিবার ট্যুইটারে এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ট্যুইটে রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে তাঁর হুঁশিয়ারি, এমনটা হলে প্রয়োজনে যাবতীয় তথ্যপ্রমাণ নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবে বিজেপি৷

এদিনের ট্যুইটে তিনি লেখেন, ‘রাজ্যের স্বরাষ্ট্র দফতর সিভিক ভলান্টিয়ারদের পঞ্চায়েত ভোটে পুলিশ কর্মী হিসেবে ব্যবহার করতে চাইছে৷ সূত্র মারফত একটা খবর পাচ্ছি যে, রাজ্যের স্বরাষ্ট্র দফতর সিভিক ভলেন্টিয়ারদের পঞ্চায়েত নির্বাচনে পুলিশের মতো পোশাক পরিয়ে  ব্যবহার করার পরিকল্পনা করেছে। বিশেষ করে জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমের মতো ‘সংবেদনশীল’ জেলাগুলিতে এদের ব্যবহার করা হবে’।

শুধু তাই নয়, শুভেন্দুর দাবি, ‘পরিকল্পনা এমন যে তাঁদের নিজের জেলায় না রেখে অন্য জেলায় ব্যবহার করা হবে, যাতে তাঁরা যে সিভিক ভলেন্টিয়ার সেই পরিচয় প্রকাশ না পায়, কেউ যাতে তাঁদের চিনতে না পারেন’।

(Feed Source: news18.com)