পঞ্চায়েত ভোট ঘোষণার পরও কেন চালু ‘সরাসরি মুখ্যমন্ত্রী’, বিজেপির চিঠি কমিশনকে

পঞ্চায়েত ভোট ঘোষণার পরও কেন চালু ‘সরাসরি মুখ্যমন্ত্রী’, বিজেপির চিঠি কমিশনকে

আদর্শ আচারণবিধি ভঙ্গের অভিযোগে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাল বিজেপি। চিঠি পাঠিয়ে বিজেপি লিখেছে, পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পরও এই কর্মসূচি চালিয়ে গেলে ভোটদের মধ্যে প্রভাব পড়ে পারে।

‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচিতে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। সেই নম্বরে ফোন করে যে কোনও সরকারি পরিষেবা নিয়ে রাজ্যবাসী অভিযোগ জানাতে পারবেন। চালু হওয়ার পর দু’দিনের মধ্যে দশ হাজারের বেশি ফোন এসেছে। বিজেপির অভিযোগ, ভোট ঘোষণা হওয়ার পরও যদি এই কর্মসূচি চলে তবে মানুষ প্রভাবিত হবেন। এর সঙ্গে এই কর্মসূচিতে দেওয়া ফোন নম্বর নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। মুখ্যসচিব ‘দিদিকে বলো’তে ব্যবহৃত ফোন নম্বর এই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ব্যবহারে কী ভাবে ছাড়পত্র দিলেন? তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বিজেপি। এ দিন রাজ্য নির্বাচন কমিশনে এই চিঠি দিতে যান বিজেপি নেতা শিশির বাজেরিয়া ও আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়।

এই কর্মসূচি সাময়িক ভাবে বন্ধ করার দাবি করে সাংবাদিক বৈঠক করেন বিজেপি সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন,’কী করে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে ব্যবহৃত নম্বর ফের রাজ্য সরকারের কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে। টেলিকম মন্ত্রক দেশের প্রত্যেক মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানানোর জন্য একটি একটি শুক্লহীন নম্বর বরাদ্দ করা হয়। তা সত্ত্বেও কেন অন্য নম্বর ব্যবহার করা হচ্ছে?’

২০১৯ সালের ২১ জুলাই শুরু হয় ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু হয়। সেখানেও মিলেছিল বিপুল সাড়া। যার ফল প্রত্যক্ষ করা গিয়েছিল একুশের বিধানসভা নির্বাচনে। এবার সামনে পঞ্চায়েত নির্বাচন। তার প্রাক্কালে নিয়ে আসা হয়েছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি। দিদিকে বলো বিষয়টি ছিল তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। এবারের বিষয়টি হচ্ছে সরকারি কর্মসূচি।

(Feed Source: hindustantimes.com)