কচ্ছ: আতঙ্কে দিন কাটছে মানুষের। ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি চারদিকে। তাণ্ডবলীলা চালাতে চলেছে সাইক্লোন বিপর্যয়। তারই মাঝে হঠাৎ কেঁপে উঠল ভূতল। বুধবার বিকেলে গুজরাতের ভাচাউতে ভূমিকম্প অনুভূত হল। যার মাত্রা রিখটার স্কেলে ৩.৫।
সাইক্লোন আছড়ে পড়ার একদিন আগে ভূমিকম্প হওয়াতে আতঙ্ক বেড়ে গিয়েছে মানুষের মনে। ভূমিকম্পের উৎপত্তিস্থল গুজরাতের ভাচাউয়ের থেকে পাঁচ কিলোমিটার দূরে। রিপোর্ট অনুযায়ী, বুধবার বিকেল ৫টা ৫ নাগাদ কম্পন অনুভূত হয়েছে।
রাজ্যের মধ্যে এসটি বাসের পরিষেবা বন্ধ করা হয়েছে ভারী বৃষ্টি ও ঝড়ে যাতে ক্ষতি না হয়। কেবলমাত্র উদ্ধারের কাজে প্রয়োজন পড়লে এসটি বাস চলবে। নয়তো বাসের পরিষেবা বন্ধ। এই বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে।
আইএমডি-র তথ্য অনুযায়ী, আগামিকাল অর্থাৎ ১৫ জুন সন্ধ্যায় কচ্ছের জাখোউতে আছড়ে পড়ে সাইক্লোন বিপর্যয়। জাখোউ থেকে এখনও ২৮০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি।