লন্ডন: লন্ডনে উচ্চশিক্ষার জন্য গিয়ে খুন হলেন ভারতীয় ছাত্রী৷ নিহত ওই তরুণীর নাম কোন্থাম তেজস্বিনী৷ ২৭ বছর বয়সি তেজস্বিনী হায়দ্রাবাদের বাসিন্দা৷ অভিযোগ, ব্রাজিলের নাগরিক এক ব্যক্তি মঙ্গলবার সকালে ছুির দিয়ে কুপিয়ে ভারতীয় ওই ছাত্রীকে খুন করে৷
মঙ্গলবার সকালে এই হত্যাকাণ্ড ঘটে লন্ডনের ওয়েম্বলিতে৷ তেজস্বিনী যে আবাসনে থাকতেন, সেখানেই এই হত্যাকাণ্ড ঘটে৷
তেজস্বিনী ছাড়াও ২৮ বছর বয়সি আরও এক যুবতীকেও ছুরি দিয়ে কোপায় ওই অভিযুক্ত৷ যদিও দ্বিতীয় ওই যুবতীর আঘাত ততটা গুরুতর নয়৷
তেজস্বিনীর এক আত্মীয় জানিয়েছেন, অভিযুক্ত ব্রাজিলের নাগরিক তেজস্বিনীদের সঙ্গেই ওই বাড়িটিতে ভাড়ায় থাকছিল৷ তেজস্বিনীর সঙ্গে তাঁর কয়েকজন বন্ধুও ওই বাড়িটিতে থাকতেন৷
ব্রাজিলের নাগরিক ওই অভিযুক্ত মাত্র এক সপ্তাহ আগেই সেখানে ভাড়ায় এসেছিল৷ গত বছর মার্চ মাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের লক্ষ্যে লন্ডনে যান তেজস্বিনী৷
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ২৪ বছর বয়সি এবং ব্যক্তি এবং ২৩ বছর বয়সি এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ৷ তেজস্বিনীকে তারাই খুন করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা ছিল পুলিশের৷ পরে অবশ্য ধৃত তরুণীকে ছেড়ে দেওয়া হয়৷ যদিও পুলিশি হেফাজতেই রয়েছে ২৪ বছর বয়সি ওই যুবক৷ পরে খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২৩ বছর বয়সি আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ৷ কেন তেজস্বিনীকে খুন করা হল, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা৷