ভয়ঙ্কর সন্ত্রাসের পর, শুক্রবার অশান্ত ভাঙড়ে যাচ্ছেন রাজ্যপাল

ভয়ঙ্কর সন্ত্রাসের পর, শুক্রবার অশান্ত ভাঙড়ে যাচ্ছেন রাজ্যপাল

রুমা পাল, কলকাতা : শুক্রবার ভাঙড়ে  ( Bhangar ) যাচ্ছেন রাজ্যপাল। সকাল ১০টায় রওনা দেবেন সিভি আনন্দ বোস ( C V Ananda Bose ) ।

পঞ্চায়েত নির্বাচনের ( Panchayat Poll )  মনোনয়ন ঘিরে গত কয়েকদিনে, ভাঙড় জুড়ে দেখা গেছে ভয়ঙ্কর সন্ত্রাসের ছবি। মুড়ি মুড়কির মতো বোমা। গুলি। একই দিনে, ISF, তৃণমূল কর্মী সহ ৩ জনের মৃত্য়ু। সাংবাদিকদের ওপর হামলা। লাঠি-বাঁশ হাতে দুষ্কৃতীদের দাপাদাপি। একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর। গাড়িতে আগুন। হামলার মুখে পুলিশ নীরব দর্শক। এই পরিস্থিতিতে, শুক্রবার অশান্ত ভাঙড়ে যাচ্ছেন রাজ্য়পাল।

এর আগে পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে প্রবল অশান্তি দেখে আশঙ্কা প্রকাশ করে বিবৃতি দেন রাজ্যপাল। তিনি জানান, বাংলায় প্রাক-নির্বাচনে মৃতের সংখ্যা বাড়ছে শুনে মর্মাহত । ‘সংবাদমাধ্য়মের ওপর হামলা চালিয়েছে গুণ্ডারা। নির্বাচনে বিজয় মতৃদেহ গণনার উপর নয়, ভোট গণনার উপর নির্ভর করা উচিত। ‘ পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে ভয়ঙ্কর সন্ত্রাসের আবহে কড়া বিবৃতি দিয়েছেন রাজ্যপাল।

(Feed Source: abplive.com)