শরীর তো নয় যেন নমনীয় বেত, যোগাসনে কামাল করে বাংলাদেশে সোনা জয় খুদের

শরীর তো নয় যেন নমনীয় বেত, যোগাসনে কামাল করে বাংলাদেশে সোনা জয় খুদের

উত্তর ২৪ পরগনা: আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় আবারও দেশের মুখ উজ্জ্বল করল ছোট্ট আরোহী।  দমদম ক্যান্টনমেন্ট এলাকার কুমোর পাড়ার বাসিন্দা আরোহী দে।  সম্প্রতি আরোহী বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া একটি আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সোনার মেডেল অর্জন করে।

তার মা সুবর্ণা দে জানান, ছোটবেলা থেকেই আরোহীর দেহ ছিল অত্যন্ত নমনীয়। সেইজন্য আরোহীর বাবা তার মেয়েকে যোগা শেখানোর সিদ্ধান্ত নেয়। এরজন্য প্রথমে এলাকার একটি যোগশিক্ষা কেন্দ্রে আরোহীকে ভর্তিও করেন তার বাবা। এরপর থেকে একে একে মেয়ের যোগায় সাফল্য আসায় সম্প্রতি আরোহীর বাবা কোন্নগরে একটি যোগশিক্ষা কেন্দ্রে তাকে ভর্তি করান। আরোহীর মা সুবর্ণা আরও জানান, ওই যোগ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক গৌরাঙ্গ সরকারের তত্ত্বাবধানে তার মেয়ে আরোহী আসনে যথেষ্ট পারদর্শী হয়ে উঠেছে।

রাজ্যে ও দেশের মধ্যে একের পর এক সাফল্য মেলায়, সম্প্রতি দেশের বাইরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আরোহী। আর সেখানেই এই সাফল্য আসে তার। যোগার পাশাপাশি আরোহীর পড়াশুনার দিকেও বিশেষ নজর রাখছেন বাবা মা।

শুধু তাই নয়, যোগা প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য আরোহীর স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তাকে যথেষ্ট উৎসাহ দেন বলেও জানান। আরোহী জানায়, বড় হয়ে তার যোগার একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ইচ্ছা রয়েছে। ছোট্ট আরোহীর এই সাফল্যে পরিবারের পাশাপাশি গর্বিত এলাকার প্রতিবেশীরাও। এত অল্প বয়সে এই সাফল্য দেখে অন্যান্যরাও আজ অনেকাংশেই উৎসাহ পাচ্ছে যোগা প্রশিক্ষণের মধ্যে দিয়ে নিজেদের শরীরকে সুস্থ রাখতে।

(Feed Source: news18.com)