রাতে ঘুম ভেঙে গেল রাজ্যপালের, খবর মিলতেই দ্রুত পদক্ষেপ করল নবান্ন

রাতে ঘুম ভেঙে গেল রাজ্যপালের, খবর মিলতেই দ্রুত পদক্ষেপ করল নবান্ন

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে ১৮–২১ জুন। সুতরাং তার আগে পর্যন্ত তীব্র গরমের মধ্যে হাঁসফাঁস অবস্থায় কাটাতে হবে রাজ্যবাসীকে। তবে এই পরিস্থিতির মধ্যে আরও একটি সমস্যা দেখা দিল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের ঘুম রাতে ভেঙে যাচ্ছে। তিনি বেশ কষ্ট পাচ্ছেন। আর বড়লাটের ঘুম ভেঙে যাওয়ার খবর পৌঁছে গিয়েছে নবান্নে। এখন রাজভবনের সঙ্গে আর মাখো মাখো সম্পর্ক নেই নবান্নের। নানা ইস্যুতে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। তবে বড়লাটের ঘুমের সমস্যার দ্রুত সমাধানে এগিয়ে এল নবান্ন।

সমস্যাটি ঠিক কী হয়েছে?‌ সূত্রের খবর, কয়েকদিন ধরে রাতে রাজ্যপাল যখন ঘুমোতে যাচ্ছেন তখন বোসের বেডরুম থেকে এসি ফোঁস করে গরম হাওয়া ছাড়ছে। যেখানে ঠাণ্ডা হওয়ার কথা সেখানে গরম হয়ে যাচ্ছে। ফলে বড়লাটের ঘুমে ব্যাঘাত ঘটছে। শুরুতে এসি ঠিক চললেও পরের দিকে গরম হাওয়ায় হাঁসফাঁস করে ঘুম ভেঙে যাচ্ছে। এই সমস্যা এখন দেখা গিয়েছে রাজভবনে। ইংরেজ আমলের এই ভবনে দেওয়াল মোটা হলেও এখন গরম পড়েছে অসহ্যের মতো। তাই এসি চালাতেই হয়। আর সেখানেই যদি সমস্যা হয় তাহলে রাজ্যপাল যাবেন কোথায়?‌ উঠছে প্রশ্ন।

আর কী জানা যাচ্ছে?‌ রাজভবন সূত্রে খবর, এসি চালালেও গরম হয়ে যাচ্ছে সিভি আনন্দ বোসের ঘর। আর এই হাঁসফাঁস পরিবেশে ঘুম ভেঙে যাচ্ছে রাজভবনের বাসিন্দার। ঠিকমতো ঘুম না হওয়ায় শরীর খারাপ লাগছে রাজ্যপালের। এই আবহে পড়ে রাজভবন থেকে খবর যায় নবান্নে। সেখানে থাকা পূর্ত দফতর দ্রুত পদক্ষেপ করে। তড়িঘড়ি নবান্নের সিদ্ধান্তে বড়লাটের বেড রুম ঠাণ্ডা করতে বড় আকারের এসি লাগাতে উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এসি মেশিন বসানো হবে যাতে রাজ্যপাল রাতে ঠিকমতো ঘুমোতে পারেন। রাজ্যপাল এখন পশ্চিমবঙ্গে বড় একটা ফ্যাক্টর। সব ইস্যুতে তিনি পদক্ষেপ করেন। সুতরাং তাঁর ঘুম না হওয়ার খবরে ঘুম উড়েছে নবান্নের। তাই দ্রুত পদক্ষেপ করা হচ্ছে।

তারপর ঠিক কী ঘটল?‌ রাজভবন–নবান্ন সংঘাতের আবহ এখনও বিদ্যমান। উপাচার্য নিয়োগ থেকে শুরু করে সাপ্তাহিক রিপোর্ট তলব—নানা বিষয়ে সমন্বয়ে ছেদ পড়েছে। রাজ্যপাল কড়া বার্তা দিলে শিক্ষামন্ত্রীও পাল্টা তোপ দাগছেন। এই আবহে গিয়েছে এসি খারাপ হয়ে। রাজ্যপালের বেড রুমের এসি মেশিন হঠাৎ গরম হাওয়া ছাড়তে শুরু করলে রাজভবনের কর্মীরা মনে করেন, পুরনো মেশিন হওয়ার জেরে গ্যাস শেষ হয়ে গিয়েছে। তাই সেখানে নতুন করে গ্যাস ভরা হয়। কিন্তু তাতেও লাভের লাভ কিছু হয়নি। আর রাজভবনের রক্ষণাবেক্ষণ করে থাকে রাজ্যের পূর্ত দফতর। সেখানে তখন সমস্যা ইঞ্জিনিয়ারদের জানানো হয়। ঘটনার কথা জানতে পেরে তারপর রাজ্যপালের বেড রুমে নতুন এসি মেশিন লাগানোর নির্দেশ দেয় নবান্ন। রাজ্যপাল সিভি আনন্দ বোস অবশ্য এই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

(Feed Source: hindustantimes.com)