এবার রেল টিকিটে EMI-এর সুবিধা! দক্ষিণ ভারত ভ্রমণ মাত্র ১ হাজার টাকায়

এবার রেল টিকিটে EMI-এর সুবিধা! দক্ষিণ ভারত ভ্রমণ মাত্র ১ হাজার টাকায়

নয়াদিল্লি: যাঁরা ঘুরে বেড়াতে ভালবাসেন, বছরের একটা সময় নির্দিষ্ট করে রাখেন শুধু বেড়াতে যাওয়ার জন্য, তাঁদের জন্য রয়েছে সুখবর। উত্তর মধ্য রেলওয়ে দক্ষিণ ভারত ভ্রমণের জন্য একটি দুর্দান্ত প্যাকেজ-এর কথা ঘোষণা করেছে। এতে যেমন ভ্রমণের সুবিধা পাওয়া যাবে তেমনই সাশ্রয়ও হবে।

আর সেটিই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আসলে ভারতীয় নাগরিকরা মাত্র হাজার টাকা দিয়ে এই প্যাকেজের সুবিধা পেতে পারেন। কারণ ভারতীয় রেলওয়ে দিচ্ছে বিশেষ ইএমআই-এর সুযোগ।

দক্ষিণ ভারতে সুন্দর তৃণভূমি, সমুদ্র উপকূল, জঙ্গলের মতো প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই, সঙ্গে রয়েছে নানা ঐতিহাসিক এবং স্থাপত্যকীর্তি। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC-এর ‘ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন’ দক্ষিণ ভারত সফরে নিয়ে যাবে নাগরিকদের।

ট্রেনটি প্রয়াগরাজ জংশনে পৌঁছাবে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসে ডিআরএম হিমাংশু বাদাউনির মতে, ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনটি আগামী ১০ ​​জুলাই দুপুর ১২টা বেজে ৫ মিনিটে ঋষিকেশ স্টেশন থেকে ছাড়বে।

১০ জুলাই যাত্রা শুরু হবে

হরিদ্বার, মোরাদাবাদ, বেরেলি, শাহজাহানপুর, হারদোই, লখনউ, রায়বেরেলি, প্রতাপগড় হয়ে এবং ট্রেনটি প্রয়াগরাজ পৌঁছাবে দুপুর ১টা বেজে ৫১ মিনিটে। আবার ২টো বেজে ১ মিনিটে সেটি ছেড়ে যাবে প্রয়াগরাজ স্টেশন। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া হবে ২০,৮৭০ টাকা। ট্রেনটিতে একবার চড়ে বসতে পারলে দক্ষিণ ভারতের মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, তিরুপতি বালাজি, রামেশ্বরম, মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির, কন্যাকুমারী দেখে ফেলা যাবে। ১০ জুলাই থেকে শুরু হয়ে দশ দিনের যাত্রা চলবে ২০ জুলাই পর্যন্ত।

EMI-এ টিকিট পাওয়া যাবে

যাত্রীরাও প্রতি মাসে ১,০২২ টাকার EMI-এর মাধ্যমে টিকিট কাটতে পারেন। IRCTC পোর্টালে এবং সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক থেকে নেওয়া যেতে পারে এই সুবিধা। প্রাতঃরাশ, দুপুরের খাবার এবং রাতের খাবার পাওয়া যাবে এই ভাড়ায়। তবে সবই নিরামিষ খাবার। সেই সঙ্গে যুক্ত রয়েছে নন এসি হোটেলে থাকা এবং স্থানীয় পরিবহণে ভ্রমণ ভাড়াও।

এই ট্রেনে বুকিং-এর জন্য IRCTC ওয়েবসাইট এবং প্রয়াগরাজ জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত IRCTC অফিসের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

(Feed Source: news18.com)