‘ফাইন্ড মাই ডিভাইস’ দিয়ে চুরি যাওয়া মোবাইল উদ্ধার! পাকড়াও অভিযুক্তরা

‘ফাইন্ড মাই ডিভাইস’ দিয়ে চুরি যাওয়া মোবাইল উদ্ধার! পাকড়াও অভিযুক্তরা

ফোন নিয়ে ধাঁ! চম্পট দেওয়া চোরদের আর হদিশ পাওয়া যেত না। এদিকে, পর পর ফোন চুরি ঘিরে বেশ উদ্বেগ বাড়ছিল বেঙ্গালুরুতে। তারই মধ্যে ৫ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ফোন খুঁজে বের করে ফেলল বেঙ্গালুরু পুলিশ। সৌজন্যে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচার। যা স্মার্টফোনের অঙ্গ!

ঘটনা বেঙ্গালুরুর অন্ধ্রহল্লি এলাকায় পাঁচ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার সঙ্গে ঘটে মোবাইল চুরির কাণ্ড। ঘটনাটি ঘটে শনিবার রাত ১ টার সময়। ধৃতি, অশ্বিত, রিয়া, জশুয়া, মনভিত রাও, এই পাঁচ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ফোন শনিবার রাত ১ টা নাগাদ চুরি হয়ে যায়। পুলিশ জানিয়েছে, স্থানীয় এক পাহাড়ে ট্রেকিংয়ের জন্য যাচ্ছিলেন ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। রাতে রওনা দিয়ে ওই পাহাড়ে ট্রেক করে তাঁরা সূর্যোদয় দেখবেন বলে স্থির করেন। তাঁরা সেই বেড়ানোর উদ্দেশে একটি ক্যাব বুক করেন। আর সেই পাহাড়ের উদ্দেশে রওনা হন। যদিও তাঁরা দেখেন, মাঝ রাস্তা থেকে অন্যদিকে যাচ্ছে ক্যাব। এদিকে, দেরি হতে থাকে গন্তব্যে পৌঁছতে। তখনই চেঁচামিচি শুরু করেন পড়ুয়ারা। এদিকে, ক্যাব যেখানে গিয়ে থামে, সেখানে আরও ৩ জন ওই পড়ুয়াদের দিকে তেড়ে আসে। দেশলাই জ্বালিয়ে হুমকি দেয় তারা, বলে অভিযোগ পড়ুয়াদের। আর হুমকির মুখে পড়েন পড়ুয়ারা। তাঁদের থেকে ৪টি মোবাইল ও সাড়ে তিন হাজার টাকা নিয়ে চোররা চম্পট দেয় বলে অভিযোগ। এই অভিযোগ নিয়ে পড়ুয়ারা বেঙ্গালুরু পুলিশের দ্বারস্থ হন।

ফোন চুরি নিয়ে পুলিশের দ্বারস্থ হতেই, একজন পড়ুয়ার মাথায় আসে যে চুরি হওয়া ফোনগুলির মধ্যে ২ টি ফোনের মধ্যে রয়েছে, ‘ফাইন্ড মাই ডিভাইস’। আর সেই ডিভাইস দিয়েই চোরের খোঁজ পায় পুলিশ। চারটি ফোন চুরি হয়। আর দুটি ফোনে ছিল ‘ফাইন্ড মাই ডিভাইস’। প্রযুক্তির হাত ধরে প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে ওই পড়ুয়ারা শেষমেশ ফিরে পেল ফোন। দেখা যায়, অভিযুক্তদের ঠাঁই ছিল তিগালারাপ্পালাইয়া এলাকা। অভিযোগ পেয়েই রাত ৩ টে নাগাদ এলাকায় তল্লাশি চালায় পুলিশ। দেখা যায়, ৫ জন অভিযুক্ত চখন উদযাপনের আনন্দে মেতে ছিল। তখনই সেখানে গিয়ে পুলিশ পাকড়াও করতে যায় তাদের। অভিযুক্তদের মধ্যে থেকে ২ জন পালিয়ে যায়। ধরা পড়েছে ৩ জন।

(Feed Source: hindustantimes.com)