অনবদ্য ছাংতে, গোল পেলেন সুনীলও, ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারাল ভারত

অনবদ্য ছাংতে, গোল পেলেন সুনীলও, ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারাল ভারত

ভুবনেশ্বর: গোলশূন্য প্রথমার্ধের পর ইন্টারকন্টিনেন্টাল কাপের (Intercontinental Cup 2023) ফাইনালে লেবাননের বিরুদ্ধে (India vs Lebanon) জ্বলে উঠলেন লালরিনজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte)। গোল ও অ্যাসিস্ট করে দলকে জেতালেন তিনি। ২-০ জিতল ভারতীয় দল। গোল পেলেন সুনীল ছেত্রীও (Sunil Chhetri)।

ফিফা ব়্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা লেবাননের বিরুদ্ধে ফাইনালে ভারতের লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে, সেই সম্ভাবনা ছিলই। হলও তাই। প্রথমার্ধে দুই দলই আক্রমণ শানালেও, গোলের দরজা খুলতে পারেননি কেউই। ভারতীয় দলের হয়ে প্রথমার্ধে উইং ধরে সাহাল আব্দুল সামাদ বেশ কিছু আক্রমণ গড়ে তুললেও লাভের লাভ কিছুই হয়নি। গোল করা তো দূর, ভারতীয় দল একটি শট লেবাননের তেকাঠির মধ্যেও রাখতে পারেনি। এমন পরিস্থিতিতে ভারতীয় অনুরাগীদের মনে গত ম্যাচের স্মৃতি ভেসে আসাটাই স্বাভাবিক। ফাইনালের আগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লেবাননের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত। গোলের সুযোগ হাতছাড়া করেছিলেন সুনীলও।

কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই ছবিটা বদলে গেল। দ্বিতীয়ার্ধের শুরুতেই লালরিনজুয়ালা ছাংতে জ্বলে উঠেন। তাঁর সুন্দর পাস থেকেই সুনীল ছেত্রী লেবাননের জালে বল জড়িয়ে দেন। ছেত্রীর গোলে ভারত এগিয়ে যাওয়ার পর ম্যাচে রাশ ব্লু টাইগার্সদেরই হাতে চলে আসে। দুরন্ত ফুটবলে সকলেরই নজর কাড়েন ছাংতে। দুরন্ত অ্যাসিস্টের পর বিচক্ষণতার পরিচয় দেখিয়ে ম্যাচের ৬৬ মিনিটে গোলও পেয়ে যান ছাংতে। বাঁ-দিক থেকে মহেশ নাওরেমের শট লেবানন গোলরক্ষক আলি সাবেক বাঁচিয়ে দেন বটে। তবে ফিরত বলে সবার আগে ঝাঁপিয়ে পড়ে তা জালে জড়িয়ে দেন ছাংতেই।

ভারতীয় দল এরপর বেশ কয়েকটি আক্রমণ গড়ে তুললেও আর গোল পায়নি। লেবানন প্রতিআক্রমণাত্মক ফুটবলে গোল করার বেশ কয়েকটি সুযোগ তৈরি করে বটে, তবে গোল আর করতে পারেনি। গোটা টুর্নামেন্টেই একটাও গোল হজম করতে হয়নি ব্লু টাইগার্সদের। ফাইনালেও ক্লিন শিট ধরে রাখল ভারতীয় রক্ষণ। সন্দেশ ঝিঙ্গান ভারতের গোলের সামনে প্রাচীর তুলে দেন। নিজের পারফরম্যান্সে সকলেরই নজর কাড়লেন তারকা ডিফেন্ডার।

(Feed Source: abplive.com)