‘যেখানে বিজেপি নেই, তৃণমূলকে হারাতে সেখানে ‘ভাল লোকদের’ ভোট দিন’: সুকান্ত

‘যেখানে বিজেপি নেই, তৃণমূলকে হারাতে সেখানে ‘ভাল লোকদের’ ভোট দিন’: সুকান্ত

ভেঙ্কটেশ্বর লাহিড়ী: বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে গোপন আঁতাতের অভিযোগে মাঝেমধ্যেই সরব হন খোদ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পর্বে সম্প্রতি এ রাজ্যে ‘রামধনু’ জোট দেখেছে বাংলা। মুর্শিদাবাদের রানিনগরে বাম কংগ্রেস এবং বিজেপি একসাথে মিছিল করে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে। যা নিয়ে জোর শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বিগত দিনে শাসকদল তৃণমূল কংগ্রেস বিরোধী দলগুলিকে বিভিন্ন নির্বাচনে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

পঞ্চায়েত নির্বাচনের কয়েক মাস আগে যা নিয়ে প্রশ্ন ওঠে যে, পঞ্চায়েত ভোটেও কি তাহলে সেই মডেল দেখা যাবে?  রাম বাম জোট, কিম্বা শাসকদলকে ঠেকাতে হাত- কাস্তে- পদ্ম শিবিরের মধ্যে পঞ্চায়েত নির্বাচনে আদৌ কি কোনও মহাজোট হবে? যদিও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নেতৃত্ব তারা স্পষ্ট জানিয়ে দেয়,’ তারা কোনও  জোটে যেতে আগ্রহী নয়। তৃণমূলের বিরুদ্ধে তারা ওয়ান টু ওয়ান লড়াই করবে’। শাসক কিম্বা বিরোধীপক্ষ মাঝেমধ্যেই একে  অপরকে অন্য রাজনৈতিক দলের বি টিম বলেও কটাক্ষ করতে ছাড়েনি।

তবে পঞ্চায়েত নির্বাচনের ঠিক মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের একটি বক্তব্যকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। মনোনয়নপত্র জমার প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেক জায়গাতেই মনোনয়নপত্র জমাই দিতে পারেনি বিজেপি প্রার্থীরা। সাংগঠনিক দুর্বলতা নয়, এর প্রধান কারণ হিসেবে তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাসকেই দায়ী করেছেন বঙ্গ পদ্ম সেনাপতি সুকান্ত মজুমদার। যদিও পঞ্চায়েত ভোটে যে সমস্ত আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি, সেই সমস্ত ব্লকের দলীয় কর্মী, সমর্থক, নেতৃত্বের কাছে কী বার্তা গেরুয়া শিবিরের? নিউজ এইট্টিন বাংলার এই প্রতিবেদকের  প্রশ্নের উত্তরে  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন।

সুকান্ত মজুমদারের কথায়,’ আমাদের দল একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে চলে। আমরা কাউকে বলব না যে, বিজেপি প্রার্থী না থাকায় অন্য দলের প্রার্থীকে ভোট দিতে। কে কাকে ভোট দেবে তা একান্তই গ্রাম বাংলার মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমরা বলব, দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ভোট দেবেন না, যারা ভাল লোক তাঁদেরকে ভোট দিন’। কিন্তু এই “ভাল লোক” বলতে কাদের ইঙ্গিত করলেন সুকান্ত মজুমদার? যদিও এই প্রশ্নের কোনও খোলসা করে উত্তর দেননি সুকান্ত।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, তৃণমূলকে ঠেকাতে পঞ্চায়েত ভোটে কার্যত ঘুরিয়ে বিরোধী সিপিএম, কংগ্রেস -সহ অন্যান্য শিবিরের প্রার্থীদের সমর্থনেরই ইঙ্গিত দিলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার? সব মিলিয়ে বঙ্গ পদ্ম শিবিরের সুকান্তর বক্তব্যকে ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ‘চোর মুক্ত পঞ্চায়েত, বিজেপির অঙ্গীকার’ শীর্ষক নির্বাচনী পোস্টার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে। কিন্তু যেখানে বিজেপির কোনও প্রার্থীই নেই সেখানে নীচু তলায় তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে হবে, কার্যত এই বার্তাই কি কৌশল বঙ্গ বিজেপির? বিজেপির অন্দরমহলে অবশ্য কান পাতলেই এই ফর্মুলার কথাই উঠে আসছে।

(Feed Source: news18.com)