ব্রিটেনে ঋষি সাক্ষাতে জেলেনস্কি, খেলেন মায়ের হাতে তৈরি কাজু বরফি, ভাইরাল ভিডিও

ব্রিটেনে ঋষি সাক্ষাতে জেলেনস্কি, খেলেন মায়ের হাতে তৈরি কাজু বরফি, ভাইরাল ভিডিও

নয়াদিল্লি : মুখোমুখি দুই রাষ্ট্রপ্রধান। একজন ব্রিটেনের , আরেকজন ইউক্রেনের। তাঁদের সাক্ষাৎকে আরও মিষ্টি সুরে বেঁধে দিল ভারতীয় মিষ্টি । ঋষি সুনকের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর মায়ের তৈরি কাজু বরফিতে কামড় বসালেন ভলোদিমির জ়েলেনস্কি।

ব্রিটেনের প্রধানমন্ত্রী (UK PM Rishi Sunak )ও ইউক্রেনের প্রেসিডেন্টের (Ukrainian President Volodymyr Zelensky )মিষ্টি-সাক্ষাৎ এখন ইন্টারনেটে ভাইরাল। ব্রিটেনের প্রধানমন্ত্রী একটি সাক্ষাৎকারে এই ঘটনাটির কথা  সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।  সুনাক পরে ইনস্টাগ্রামে এই  সাক্ষাত্কারের একটি ক্লিপ শেয়ার করেন । সঙ্গে লিখেছেন, এমনটা নয় যে জেলেনস্কি প্রতিদিন আপনার মায়ের বাড়িতে তৈরি মিষ্টি চেখে দেখেন ! এই ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ভিডিওটিতে ভাল ভাল মন্তব্যে ভরিয়ে দিয়েছন।

ভিডিওটিতে ব্রিটেনের রাষ্ট্রপতি ঋষিকে বলতে শোনা যায়, জ়েলেনস্কি ব্রিটেনে এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে । তাঁর খিদে পেয়েছিল। তখনই মায়ের হাতে তৈরি কাজু বরফি তিনি তুলে দেন জেলেনস্কির দিকে। তৃপ্তি করে তাতে কামড় বসান তিনি। সুনকের মায়ের পাঠানো মিষ্টি খেয়ে বেশ খুশিই হন ইউক্রেনের প্রেসিডেন্ট। পরে ঋষি সুনকের মা জানতে পারেন, ছেলেকে পাঠানো মিষ্টি চেখে দেখেছেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধানও। তা শুনে তিনিও খুশি হন। প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটেন সফরে গিয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট। আচমকা ব্রিটেনে ঝটিতি সফরে গিয়েছিলেন জ়েলেনস্কি। ব্রিটেন থেকে সামরিক সাহায্য করা হয় ইউক্রেনকে। আমেরিকার যেমন ইউক্রেনকে সাহায্য করে, তেমন সামরিক সহায়তা দেয় ব্রিটেনও। এছাড়া দুঃসময়ে আর্থিক সাহায্যও করেছে সুনকের দেশ।

(Feed Source: abplive.com)