টুর্নামেন্টের শুরুতেই মাঠে নামছেন ঈশ্বরণরা, প্রতিপক্ষ কে?

টুর্নামেন্টের শুরুতেই মাঠে নামছেন ঈশ্বরণরা, প্রতিপক্ষ কে?

নয়াদিল্লি: ২৮ জুন থেকে এ বারের দলীপ ট্রফি (Duleep Trophy) টুর্নামেন্ট শুরু হতে চলেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাথে নামতে চলেছে অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন পূর্বাঞ্চল (East Zone)। মধ্যাঞ্চলের (Central Zone) বিরুদ্ধে আলুর ক্রিকেট স্টেডিয়ামে পূর্বাঞ্চলের ম্যাচ দিয়ে এবারের দলীপ ট্রফি শুরু হতে চলেছে। এই একইদিনে আবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চল একে অপরের মুখোমুখি হবে।

বেঙ্গালুরুতে আয়োজিত টুর্নামেন্ট

এই প্রথম শ্রেণির টুর্নামেন্টে উত্তর-পূর্বাঞ্চলই ষষ্ঠ তথা নবতম সংযোজন। ২৮ মে আয়োজিত হওয়া ম্যাচ দু’টিকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল হিসাবে গণ্য করা হচ্ছে। তাই এই ম্যাচে জয়ীরা টুর্নামেন্টের শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নেবে। কোয়ার্টারে জয়ীরা সেমিফাইনালে পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে। গত বছরের টুর্নামেন্টে পশ্চিমাঞ্চল খেতাব জিতেছিল। রানার্স আপ হয়েছিল দক্ষিণাঞ্চল। তার ওপর ভিত্তি করেই তাঁদের সরাসরি শেষ চারের ছাড়পত্র দেওয়া হয়েছে। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিও বেঙ্গালুরুতেই আয়োজিত হবে। ১২ জুলাই চিন্নাস্বামীতে এই টুর্নামেন্টের বিজয়ী দল নির্ধারিত হবে।

দলীপ ট্রফি খেলায় না

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় টেস্ট দলের অংশ ছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তিনি না কেএস ভারত, কিপার হিসাবে কে একাদশে সুযোগ পাবেন, সেই নিয়ে জোর জল্পনা ছিল। শেষমেশ অবশ্য ভারতই সুযোগ পান। চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হতে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। তার আগেই আয়োজিত হচ্ছে দলীপ ট্রফি (Duleep Trophy)। সেই টুর্নামেন্ট খেলতে নাকি আগ্রহীই নন ঈশান।

পূর্বাঞ্চল দল আগেই ঘোষিত হয়েছিল। সেই দলে ঈশান কিষাণের নাম দেখতে না পেয়ে অনেকেই খানিকটা ভ্রু কুঁচকেছিলেন। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে খেলতে দেখা যাবে পূর্বাঞ্চলকে। সহ-অধিনায়ক হিসাবে দলে সুযোগ পেয়েছেন শাবাজ নদীম। এরপরেই এক পূর্বাঞ্চল নির্বাচক পিটিআইকে জানান ঈশান নাকি নিজেই পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে খেলতে আগ্রহী নন। সেই নির্বাচক বলেন, ‘ও এবং কেএস ভারত ভারতীয় টেস্ট দলের অংশ ছিলেন। যেহেতু ভারত দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন, তাই আমরা জোনাল নির্বাচক কমিটির কনভেনার দেবাশিস চক্রবর্তীকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা ঈশানকে দলে নিতে পারি কি না।’

তিনি আরও যোগ করেন, ‘সাদা বলের ক্রিকেটে যেহেতু ও ভারতীয় দলের নিয়মিত সদস্য, তাই ওকেই দলের অধিনায়ক নিয়োগ করা হত। চক্রবর্তী আমাদের কথামতো ঈশানের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। কিন্তু ও আমাদের এসে জানায় যে ঈশান দলীপ ট্রফি খেলতে আগ্রহী নন বলেই জানিয়েছেন। ওর কোনও চোটআঘাত রয়েছে কি না, সেটা নিয়ে অবশ্য আমাদের কিছু জানানো হয়নি। খালি এই টুর্নামেন্ট ও খেলতে চায় না, এটুকুই বলা হয়।’

(Feed Source: abplive.com)