আয়কর ফাঁকি,বেআইনী অস্ত্র, জোড়া অভিযোগে বিদ্ধ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের পুত্র

আয়কর ফাঁকি,বেআইনী অস্ত্র, জোড়া অভিযোগে বিদ্ধ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের পুত্র

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনের ফেডেরাল ইনকাম ট্যাক্স মেটাননি বলে অভিযোগ। তার কাছে বেআইনী অস্ত্র রয়েছে বলে অভিযোগ। এনিয়ে ডেলাওয়ারে মার্কিন জেলা আদালতে চিঠি জমা পড়েছে। জাস্টিস ডিপার্টমেন্টে হওয়া এগ্রিমেন্ট সংক্রান্ত বিষয়গুলি এবার প্রকাশ্য়ে এসেছে। তবে ইচ্ছাকৃতভাবে আয়কর না দেওয়া সংক্রান্ত অভিযোগে দোষ স্বীকার করতে রাজি হয়েছেন হান্টার।

আয়কর ফাঁকি সংক্রান্ত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আবার বেআইনী অস্ত্র রাখার অভিযোগ।

তিনি বাইডেনের দ্বিতীয় পুত্র। জাস্টিস ডিপার্টমেন্ট এনিয়ে দীর্ঘ তদন্ত করেছে। বলা হচ্ছে ভাই বিউ বাইডেনের মৃত্যুর পর থেকেই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন হান্টার।

এদিকে সূত্রের খবর, জো বাইডেনকেও বাবা হিসাবে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। মূলত তার পুত্রে মাদকাসক্ত হওয়া, তাঁর নানা ধরনের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল বলে খবর।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর , মার্কিন অ্যাটর্নি ডেভিড ওয়েইসের তদন্তের ভিত্তিতেই হান্টারের বিরুদ্ধে ফেডেরাল চার্জ গঠন করা হচ্ছে। আবার এই অ্যাটর্নিকে নিয়োগ করেছিলেন রিপাবলিকান তথা তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হান্টারের বয়স ৫৩ বছর। দীর্ঘদিন ধরেই ট্রাম্প ও তাঁর অনুগামীরা নানাভাবে নানা অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলেন। ইউক্রেনে ও চিন সম্পর্কিত নানা ভুলভাল কাজেও তাঁর নাম জড়ানোর চেষ্টা করা হয়েছে অতীতে। মূলত হান্টার একাধিক কাজের সঙ্গে যুক্ত। তিনি একদিকে আইনজীবী, বিনিয়োগকারী ব্যাঙ্কার, আবার শিল্পী।তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি ২০১৭-১৮ সালে তিনি আয়কর জমা দেননি। এমনকী তার বিরুদ্ধে বেআইনী অস্ত্র রাখারও অভিযোগ। তবে তিনি ২০২০ সালেই জানিয়েছিলেন তিনি কোনও অন্যায় কাজ করেননি।কর সংক্রান্ত ব্যাপারে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

(Feed Source: hindustantimes.com)