প্রাক্তন প্রেমিকাকে খালের ধারে টেনে নিয়ে গিয়ে এ কী করল যুবক, প্রাণে বাঁচাল পুলিশ

প্রাক্তন প্রেমিকাকে খালের ধারে টেনে নিয়ে গিয়ে এ কী করল যুবক, প্রাণে বাঁচাল পুলিশ

কলকাতা: ভর দুপুরে কলকাতার সার্ভে পার্ক এলাকায় যে ঘটনা ঘটে গেল, তা দেখলে আপনার হাড়হিম হয়ে যাবে৷ নেহাত কাছেই ছিলেন পুলিশকর্মী, সেই কারণে কোনওমতে প্রাণে বাঁচলেন বছর ২১-এর এক মহিলা৷ না হলে সেখানেই সব শেষ হয়ে যেত৷

মঙ্গলবার বেলা ১২.১৫ মিনিট নাগাদ সার্ভে পার্ক থানা এলাকার নীল পুকুরের কাছে হঠাৎই এক মহিলার আর্ত চিৎকার শুরু হয়৷ বছর ২১-এর ওই মহিলার প্রাক্তন প্রেমিক জোর করে ওই মহিলাকে টেনে নিয়ে যায় নীলপুকুরের ধারে৷ তার পর সেখানেই নৃশংসভাবে একের পর এক ছুরির আঘাত করতে থাকে৷ কিছু পুরনো শত্রুতার জেরেই ওই তরুণীর উপর আক্রমণকারী জয়ন্ত তাঁতি চড়াও হয়৷ কিন্তু তরুণীর আর্ত চিৎকার পৌঁছে যায় পুলিশের কানে৷

কাছেই পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট জয়জিৎ সাহা কর্তব্যরত ছিলেন৷ তিনি সন্তোষপুর অ্যাভিনিউয়ে রাউন্টে ছিলেন৷ তিনি চিৎকার শুনে ছুটে যান৷ তিনি দেখতে পান, ওই যুবক নৃশংস ভাবে আঘাত করছে তরুণীকে৷ তিনি ছুটে গিয়ে ওই তরুণীকে বাঁচানোর চেষ্টা শুরু করেন৷ এর পরএ গিয়ে আসেন স্থানীয়রাও৷ তাঁরা এগিয়ে এসে কোনওমতে ওই তরুণীকে গুরুতর আহত অবস্থায় রক্ষা করেন৷ পাশাপাশি, আক্রমণকারী জয়ন্তকেও স্থানীয় মানুষের সাহায্য পাকড়াও করতে সক্ষম হন সার্জেন্ট জয়জিৎ৷

আহত অবস্থায় ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় পিয়ারলেস হাসপাতালে৷ সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়৷ ওই তরুণী কাঁধ, পেট ও হাতে গুরুতর আঘাত পেয়েছে৷ সার্ভেপার্ক থানায় জানানো হয়, ওই অভিযুক্ত জয়ন্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ আক্রমণের অস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে৷ জয়ন্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ পাশাপাশি, আহত তরুণীর বয়ানও রেকর্ড করা হয়েছে৷ কিন্তু সব মিলিয়ে বাহবা পাচ্ছেন পুলিশকর্মী, কারণ, তাঁর তৎপরতাতেই শেষ পর্যন্ত প্রাণে রক্ষা পেলেন ওই তরুণী৷

(Feed Source: news18.com)