ভারত – ৪
পাকিস্তান -০
বেঙ্গালুরু: সাফ কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করল ভারতীয় দল। বেঙ্গালুরুর কান্তি রাভা স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দী পাকিস্তানকে ৩-০ গোলে পরাজিত করল তারা। ম্যাচের ১০ মিনিটে পাকিস্তান গোলরক্ষক হানিফের ভুলে বল বলে ঠেলতে ভুল করেননি সুনীল ছেত্রী। ছয় মিনিট পরে আবার গোল ভারতের। অনিরুদ্ধ থাপর শট বক্সের মধ্যে হাতে লাগিয়ে ফেলেন পাক ডিফেন্ডার। পেনাল্টি পায় ভারত। দুর্দান্ত প্লেসমেন্টে ৮৯ তম আন্তর্জাতিক গোল করেন সুনীল।
এরপর বাকি সময়টা ভারতের দাপট বজায় ছিল ম্যাচে। ৪৬ মিনিটে দুই দলের ফুটবলাররা ঠেলাঠেলিতে জড়িয়ে পড়েন। তবে বেশিক্ষণ মারামারি হয়নি। মাথা গরম করে লাল কার্ড দেখেন ভারতের কোচ ইগর। হলুদ কার্ড দেখানো হয় পাকিস্তানের ম্যানেজারকে। এই সময়টা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল মাঠে। বিরতির পরেও দাপট ছিল ভারতের। সাহাল সহজ সুযোগ না হারালে ব্যবধান বাড়িয়ে নিতে পারত ভারত।
তবে ভারত এদিন নিজেদের সেরা ফুটবল খেলেছে বলা যাবে না। এর থেকে তিন দিন আগে ইন্টার কন্টিনেন্টাল কাপ ফাইনালে লেবাননের বিরুদ্ধে অনেক দৃষ্টিনন্দন ফুটবল খেলেছিল ভারত। তাড়াতাড়ি ২ গোলে এগিয়ে যাওয়ার কারণে গোল ব্যবধান বাড়ানোর ক্ষেত্রে খুব বেশি মরিয়া মনে হয়নি আশিক, থাপা, শুভাশিস, জিকসনদের। পাকিস্তানের সুলেমান, অতিস, হাসান বশিররা চেষ্টা করেছিলেন নিজেদের সাধ্যমত।
অবশ্য তারা আজকে সকালেই ভারতে এসে ম্যাচ খেলেছেন। বিশ্রাম পায়নি পাকিস্তান দল। তাছাড়া তালিকায় ভারত তাদের থেকে অনেক এগিয়ে। তা সত্ত্বেও পাকিস্তান খুব খারাপ খেলেছে বলা যাবে না। ৭৩ মিনিটে সুনীল ছেত্রীকে বক্সের মধ্যে ফাউল করলেন সুফিয়ান। আবার পেনাল্টি দিলেন নেপালি রেফারি। ৩-০ গোল করতে ভুল করেননি ভারত অধিনায়ক। সুনীলের টপ নেট শট পাকিস্তান গোলরক্ষকের দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় ছিল না।
ভারতের জার্সিতে আন্তর্জাতিক ৯০ গোল হয়ে গেল সুনীলের। আবার প্রমাণ করে দিলেন শিবির ক্যাপ্টেন লিডার এবং লেজেন্ড। ভারত বুঝিয়ে দিল ফুটবলে তাদের কাছে এই মুহূর্তে পাকিস্তান শিশু। তবে এখানেই শেষ নয়। ভারতকে চতুর্থ গোল এনে দিলেন উদন্ত সিং। চার গোলের বিশাল ব্যবধানে জিতে শেষ করল ভারত।