আদা-জল খেয়ে লেগে পড়ো, কী আছে এই আদা জলে? জানেন?

আদা-জল খেয়ে লেগে পড়ো, কী আছে এই আদা জলে? জানেন?

 

শরীরে থাকা ফ্রি র‍্যাডিক্যাল ও অ্যান্টিঅক্সিড্যান্টের অসামঞ্জস্যের কারণে অক্সিডেটিভ স্ট্রেস-এর জন্ম হয়। গবেষণায় দেখা গিয়েছে, অক্সিডেটিভ স্ট্রেস যৌনতায় নেতিবাচক প্রভাব ফেলে এবং আদা অক্সিডেটিভ স্ট্রেস কমায়। প্রতিদিন সকালে আদা-জল খেলে হজমশক্তি উন্নত হতে বাধ্য৷

(Source: zeenews.com)