‘৮০০ কোম্পানি দিয়ে কিছু হবে না!’ পঞ্চায়েতে ‘বাহিনী’ নিয়ে বিরাট ‘দাবি’ শুভেন্দুর

‘৮০০ কোম্পানি দিয়ে কিছু হবে না!’ পঞ্চায়েতে ‘বাহিনী’ নিয়ে বিরাট ‘দাবি’ শুভেন্দুর

কলকাতা: ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী চাই বলে জোরালো দাবি জানালেন শুভেন্দু অধিকারী। ‘৮০০ কোম্পানি দিয়ে কিছু হবে না। আমি কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন সে ব্যাপারে কিছু বলছি না। আমাদের দাবি, ১০০% বুথ কেন্দ্রীয় বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে’।

রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাহিনী চেয়ে চিঠি দেওয়া প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এও বলেন, ‘২০১৩ সালের পঞ্চায়েত ভোটের থেকে এবারে কয়েক হাজার বুথ বেড়ে ৬১ হাজার হয়েছে। ২০১৩ সালের পঞ্চায়েত ভোট প্রথমে তিন দফা ছিল, তারপরে ওটা বেড়ে পাঁচ দফায় ভোট হয়েছিল। সে ক্ষেত্রে বাহিনী ব্যবহারে সময় পাওয়া গিয়েছিল’। কিন্তু এবার যেহেতু এক দফায় ভোট তাই রাজ্য নির্বাচন কমিশন এখনও পর্যন্ত যে পরিমাণ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছে তা পর্যাপ্ত নয় বলেই মনে করছেন শুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে শুভেন্দু অধিকারীর দাবি, ‘রাজ্যের সমস্ত বুথে আধা সামরিক বাহিনী মোতায়েন করার পাশাপাশি সমস্ত সেক্টর অফিস কেন্দ্রীয় বাহিনী দিয়ে মনিটরিং করতে হবে। কুইক রেসপন্স টিম যেটা থাকে সেটাও কেন্দ্রীয় বাহিনী দিয়ে পরিচালিত করতে হবে।

ভোট লুট, রাজনৈতিক হিংসা, শাসকদলের বাইক বাহিনীর তাণ্ডব, রক্তপাত ঠেকাতে প্রতিটি থানাতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনও রাখতে হবে’। ‘আমার বিশ্বাস, গণতন্ত্রকে রক্ষা ও প্রতিষ্ঠা করার জন্য বিচারব্যবস্থার নজরদারিতে যেভাবে পঞ্চায়েত ভোট পর্ব চলছে তাতে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টিতেও আদালত যথাযথ ভূমিকা পালন করবে’। এই মন্তব্যও করেন বিরোধী দলনেতা।

(Feed Source: news18.com)