বাংলাদেশঃ প্রার্থীতা ফিরে পেলেন হিরো আলম

বাংলাদেশঃ প্রার্থীতা ফিরে পেলেন হিরো আলম

নিজস্ব প্রতিনিধি: মনোনয়নপত্র ফিরে পেলেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া আলোচিত হিরো আলম।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, আপিল শুনানিতে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান মনোনয়ন ফিরে পেয়েছেন।

এর আগে গতকাল রোববার মনোনয়ন বাছাই শেষে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় হিরো আলমের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

প্রসঙ্গত, এ নির্বাচনে প্রার্থী হতে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে বাছাইয়ে হিরো আলমসহ নয়জনের মনোনয়ন বৈধ হয়েছে। বাকি ছয়জনের মনোনয়নপত্র বাতিল হয়।

(Feed Source: sunnews24x7.com)