‘ব়্যানসওয়্যার হামলার চেষ্টা’, দেশ জুড়ে স্পাইসজেটের উড়ানে বিলম্ব

‘ব়্যানসওয়্যার হামলার চেষ্টা’, দেশ জুড়ে স্পাইসজেটের উড়ানে বিলম্ব

 

সকাল থেকে উড়ান বিভ্রান্তি স্পাইসজেটের। এর জেরে দেশ জুড়ে শয়ে শয়ে বিমানযাত্রী ভোগান্তির সিকার হন। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে স্পাইসজেট জানায়, গতরাতে ব়্যানসওয়্যারের হামলার চেষ্টা হয়েছিল সংস্তার উপর। এর জেরেই সকালে এই বিভ্রাট। তবে বেলা বাড়তেই পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানায় সংস্থাটি।

স্পাইসজেট বিবৃতিতে বলা হয়েছে যে তাদের আইটি দল ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ফ্লাইটগুলি এখন স্বাভাবিকভাবে চলছে।’ এরই মাঝে বেশ কয়েকজন যাত্রী টুইট করেছেন যে তাঁরা এখনও আটকে আছেন এবং কখন তাঁদের বিমান টেক অফ করবে সে বিষয়ে এয়ারলাইন্সের তরফ থেকে কোনও তথ্য দেওয়া হচ্ছে না।

এর আগে আজকে সকালে একটি টুইট করে স্পাইসজেট কর্তৃপক্ষের তরফে বলা হয়, ‘নির্দিষ্ট কিছু স্পাইসজেট সিস্টেম গত রাতে একটি ব়্যানসমওয়্যার আক্রমণের সম্মুখীন হয়েছে। যার জেরে আজ সকালের বেশ কিছু ফ্লাইটের টেক অফ প্রভাবিত হয়েছে এবং পরিষেবা ধীর চলছে। আমাদের আইটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং সংশোধন করেছে। এখন ফ্লাইটগুলি এখন স্বাভাবিকভাবে চলছে।’


(Source: hindustantimes.com)