নেপালকে হারিয়ে সাফ সেমিতে ভারত, ম্যাচে হাতাহাতিতে জড়ালেন দুই দলের ফুটবলাররা

নেপালকে হারিয়ে সাফ সেমিতে ভারত, ম্যাচে হাতাহাতিতে জড়ালেন দুই দলের ফুটবলাররা

শুভব্রত মুখার্জি: শনিবার বেঙ্গালুরুতে নেপালকে ২-০ গোলে হারিয়ে দিল ভারত। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে এটি তাদের দ্বিতীয় জয়। আর এই জয়ের ফলেই তারা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল। তবে এই জয়ের রাতেই মাঠে ঘটে গেল ফের অনভিপ্রেত একটি ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে মাঠেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল দুই দলের ফুটবলাররা। ঘটনাটি ঘটে ম্যাচের ৬৪ মিনিটে। তখন সবেমাত্র ম্যাচে লিড নিয়েছে ভারতীয় দল। সেই লিড নেওয়ার মিনিট তিনেকের মধ্যেই মেজাজ হারান দুই দলের ফুটবলাররা।

৬৪ তম মিনিটে ভারতের রাহুল ভেকে এবং নেপালের বিমল ঘারতি মাগার একটি বলে হেড করতে ওঠেন। হেড করে নামার সময়ে খুব বাজেভাবে পড়ে যান রাহুল। চোট লাগে তার। তার পরেই রাহুল উঠে গিয়ে বিমলের দিকে কার্যত তেড়ে যান। এরপরেই দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একে অপরকে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। উল্লেখ্য প্রথম ম্যাচেও প্রথমার্ধের ৪৪ মিনিটের মাথায় ঝামেলায় জড়িয়েছিল ভারত এবং পাকিস্তানের ফুটবলাররা। যার জেরে লাল কার্ড দেখতে হয়েছিল ভারতীয় কোচ ইগর স্টিম্যাচকে।

ম্যাচে ভালো খেলেছেন সুনীল ছেত্রী। একটি গোল করার পাশাপাশি অপর গোলটিতেও অ্যাসিস্ট দেন তিনি। প্রথমার্ধে ভারতীয় দল কোন গোল করতে পারেনি। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতির পর ৬১ তম মিনিটে গোল করেন সুনীল ছেত্রী। নেপাল গোলরক্ষকের পাশ দিয়ে ঠান্ডা মাথায় বল জালে রেখে ১-০ করেন তিনি। এরপর ৭০ তম মিনিটে ভারতের লিড দ্বিগুণ করেন নাওরেম মহেশ সিং। সুনীলের পাশ থেকে গোল করেন তিনি। প্রসঙ্গত এদিনের ম্যাচের আগে দুই দল ১৫ বার মুখোমুখি হয়েছিল। যার মধ্যে ১০ বার জয়ের মুখ দেখেছে ভারতীয় দল। নেপাল মাত্র একবার জিতেছে ভারতের বিরুদ্ধে। বাকি চারটে ম্যাচ ড্র হয়েছিল। উল্লেখ্য ভারত তাদের প্রথম ম্যাচে ৪-০ গোলে হারিয়েছিল পাকিস্তানকে। আর এদিন ২-০ গোলে নেপালকে হারালো তারা। এ দিন দিনের অপর ম্যাচে কুয়েত ৪-০ গোলে হারিয়েছে পাকিস্তান দলকে।

(Feed Source: hindustantimes.com)