মেসির জন্মের শহরে যেন অকাল দীপাবলি! জন্মদিনে আকাশ ঢেকে গেল রঙিন বাজিতে

মেসির জন্মের শহরে যেন অকাল দীপাবলি! জন্মদিনে আকাশ ঢেকে গেল রঙিন বাজিতে

রোজারিও: আর্জেন্টিনা ফরোয়ার্ড ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী ম্যাচে নিউওয়েল ওল্ড বয়সের বিরুদ্ধে হ্যাটট্রিক করলো মেসি। গোটা স্টেডিয়াম জুড়ে আপ্লুত ৪৫০০০ আর্জেন্টাইন “হ্যাপি বার্থডে” গেয়ে এক অসাধারণ উপহার দিল মেসির ৩৬তম জন্মদিনে। ম্যাক্সি রদ্রিগেজ ফুটবল থেকে অবসর নিচ্ছেন এবং অ্যাঞ্জেল ডি মারিয়া, মার্টিন ডেমিচেলিস সহ আর্জেন্টিনার সেরা প্লেয়ারদের একটি দীর্ঘ তালিকা ছিল যারা মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে খেলায় উপস্থিত হন – স্বয়ং লিওনেল মেসি উপস্থিত ছিলেন তার ৩৬তম জন্মদিনে।

বিপক্ষের গোলকিপার ছিলেন ব্রাজিলের কিংবদন্তি জুলিও সিজার। ইন্টার মায়ামিগামী ফরোয়ার্ড লিওনেল মেসিকে তার দেশের মানুষ কতটা ভালোবাসে সেটা দেখিয়ে দিল আজ বিয়েলসা স্টেডিয়ামে। প্রীতি ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে খেলা লিও মেসি ম্যাচের প্রথমার্ধের মধ্যেই হ্যাটট্রিক করলেন। পাঁচ মিনিটের মধ্যে ফ্রি কিক থেকে একটি গোল। তারপর গোলকিপারের মাথার ওপর চিপ দিয়ে গোল, এবং তারপর দুরন্ত ফিনিশে হ্যাটট্রিক সম্পূর্ণ করার পর আপ্লুত হয়ে যায় গোটা গ্যালারি।

(Feed Source: news18.com)