নয়াদিল্লি: মার্কিন সফরের পরে মিশর। সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ( Narendra Modi ) ঘিরে কার্যত উৎসবের ছবি। শনিবার সেখানে পৌঁছন মোদি। দুদিনের সফর দেশে ফিরেই প্রধানমন্ত্রীর প্রশ্ন ভারতে কী হচ্ছে ! সোমবার ভোররাতে প্রধানমন্ত্রী মোদি ভারতে ফিরে এসেছেন।
তার বিদেশ সফর থেকে ভারতে ফিরে আসার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপি সভাপতি জেপি নাড্ডা ( J P Nadda ) এবং অন্যান্য নেতাদের জিজ্ঞাসা করলেন, ভারতে কী ঘটছে। দলের নেতারা, যাঁরা তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময় করেই এই প্রশ্ন করলেন তিনি।
দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা। ছিলেন বিজেপি নেতা এবং দিল্লির দলীয় সাংসদ যেমন হর্ষ বর্ধন, হংস রাজ হংস এবং গৌতম গম্ভীর।
বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি সাংবাদিকদের বলেন, “তিনি নাড্ডাজিকে জিজ্ঞাসা করেন এখানে সবকিছু কেমন চলছে। তিনি আরও বলেন, ” নাড্ডাজি বলেন, দলের নেতারা তাঁর সরকারের নয় বছরের রিপোর্ট কার্ড নিয়ে জনগণের কাছে পৌঁছচ্ছেন এবং তাতে দেশ খুশি” ।
(Feed Source: abplive.com)