সুনীলের গোলেও জয়ের হ্যাটট্রিক হল না ভারতের! কুয়েতের বিরুদ্ধে আত্মঘাতী গোলে ড্র

সুনীলের গোলেও জয়ের হ্যাটট্রিক হল না ভারতের! কুয়েতের বিরুদ্ধে আত্মঘাতী গোলে ড্র

ভারত -১
( সুনীল)

কুয়েত -১
( আনোয়ার- আত্মঘাতী)

বেঙ্গালুরু: আনোয়ার আলি নিজেকে ক্ষমা করতে পারবেন না এই ভুলের জন্য। সাফ কাপে জয়ের হ্যাটট্রিক ভারতের হাতছাড়া হল তার জন্য। অতিরিক্ত সময় ডান দিক থেকে একটা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দিলেন আনোয়ার। নিশ্চিত জেতা ম্যাচ হাতছাড়া হল ভারতের। এছাড়া ম্যাচে প্রচুর মারপিট, উত্তেজনা ছিল।নিজেদের ঘরের মাঠে আজ বড় পরীক্ষা ছিল ভারতীয় ফুটবল দলের সামনে। ইদানিং যেসব প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছে ভারত তাদের থেকে অনেক বেশি কঠিন দল হতে চলেছিল কুয়েত। এই নিয়ে সন্দেহ নেই।

পাকিস্তানকে তারা ভারতের মতোই চার গোলে দূরমুশ করেছিল আগের ম্যাচে। নিয়মরক্ষার ম্যাচ বললে ভুল হবে। গ্রুপ-এ’র শীর্ষস্থান নির্ধারণের জন্য মঙ্গলবার স্যাফ কাপে ভারত-কুয়েত ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রথম দুটো ম্যাচে জয়ের পর পয়েন্টের বিচারে দু’দলই একই বিন্দুতে (৬ পয়েন্ট) দাঁড়িয়েছিল। কিন্তু একটি গোল বেশি করায় সুনীলদের চেয়ে এক কদম এগিয়েছিল কুয়েত। কান্তিরাভা স্টেডিয়ামে স্টিমাচের দল জিততে না পারলে গ্রুপ রানার্স হয়ে সেমি-ফাইনালে পৌঁছত টিম ইন্ডিয়া।

(Feed Source: news18.com)