পাখির চোখ পঞ্চায়েত! তৈরি ঝোড়ো প্রচারের ব্লুপ্রিন্ট, ২২ জেলায় ২২ সভা বিজেপির

পাখির চোখ পঞ্চায়েত! তৈরি ঝোড়ো প্রচারের ব্লুপ্রিন্ট, ২২ জেলায় ২২ সভা বিজেপির

কলকাতা: নেই তেমন কোনও কেন্দ্রীয় নেতা৷ পঞ্চায়েতের প্রচারে নেই তেমন কোনও বড় নামও৷ ঘরোয়া নেতাদের নিয়েই ঘরে ঘরে পৌঁছতে চাইছে রাজ্য বিজেপি৷ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনে ২২ জেলায় ২২টি বড় সভা করার পরিকল্পনা গ্রহণ করেছে পদ্মশিবির৷ কোন জেলায় কবে এই সভা হবে এবং সেই সভাগুলিতে কোন কোন নেতা প্রতিনিধিত্ব করবেন, তার বিস্তারিত তালিকাও তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ৷ লাগাতার প্রচারে ঝড় তুলতে চলেছে বিজেপি৷

হেভিওয়েট নেতাদের তালিকায় রয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক মতো নেতারা৷ রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালের মতো নেত্রীরাও৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে সহ পদ্ম শিবিরের বেশ কয়েকজন বিধায়ক এবং সাংসদও থাকছেন সভাগুলিতে।

আজ বুধবার থেকেই পূর্ব মেদিনীপুরে শুরু হচ্ছে কর্মসূচি৷ শেষ হচ্ছে ৬ জুলাই৷ ২২ জেলায় ঝোড়ো কর্মসূচি পালন করতে চলেছেন রাজ্যের বিজেপি নেতারা৷

শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুরের মতো জেলার সভায়৷

সুকান্ত মজুমদার থাকছেন কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, হাওড়ায়৷ দিলীপ ঘোষ থাকবেন মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায়৷

গত বৃহস্পতিবার থেকেই অবশ্য প্রচারের ময়দানে পুরোপুরি নেমে পড়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোচবিহার থেকে শুরু হয়েছে তাঁর প্রচার সভা৷ তবে উত্তরবঙ্গের কর্মসূচির মাঝে তাঁর কপ্টার দুর্যোগে পড়ায় তাঁর পায়ে ও কোমরে আঘাত লাগে৷ কর্মসূচি বাতিল করে কলকাতায় ফিরে আসতে হয় মমতাকে৷

(Feed Source: news18.com)