একেই বলে সোনার চামচ মুখে নিয়েই জন্ম! কারণ জন্মেই কোটিপতি হয়ে বসে আছে এক কন্যাসন্তান৷ তার ধনকুবের দাদু তাকে ভারতীয় মুদ্রায় ১০ কোটি ৪৪ লক্ষ টাকা মূল্যের বাড়ি উপহার দিয়েছেন৷ এখানেই শেষ নয়৷ তার নামে নথিবদ্ধ করা হয়েছে ৫২ কেটির ট্রাস্ট ফান্ড৷ সদ্যোজাতর এই প্রাপ্তি সংবাদ জানিয়েছেন তার ধনকুবের দাদু ব্যারি ড্রেউইট বার্লো নিজেই৷ শনিবার তাঁর মেয়ে স্যাফ্রন ডেউইট বার্লো এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন৷
নাতনির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ব্যারি লিখেছেন ‘‘আজ আমার মেয়েরও একটা মেয়ে হয়েছে৷ শেষ কিছু সপ্তাহ আমাদের জন্য খুব যন্ত্রণাদায়ক ছিল৷ কিন্তু অবশেষে আজ আমার নতুন রাজকুমারির আগমন ঘটেছে৷ আমি তোমাদের সকলের সঙ্গে মেরিনা ড্রেউইট বার্লো টাকারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই৷ ৩৬ সপ্তাহ ৩ দিন বয়সেই সে ভূমিষ্ঠ হয়েছে৷’’
ছোট্ট রাজকুমারিকে উপহার দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান তাঁর কন্যা স্যাফ্রন ড্রেউইট বার্লো এবং জামাই কোনর টাকারকে৷ নাতনিকে পেয়ে তিনি গর্বিত, জানিয়েছেন ধনকুবের ব্যারি ড্রেউইট বার্লো৷
সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘আমি স্যাফ্রন ও তাঁর স্বামী কোনরের জন্য গর্বিত৷ ওদের জুটি অসাধারণ৷ এখন আমি আরও একজন রাজকুমারিকে পেয়ে গিয়েছি৷ আমার আর তর সইছে না!’’ তার পরই জানান তিনি নাতনির জন্য আস্ত একটি বাড়ি কিনেছেন৷ ইন্টেরিয়র ডিজাইনাররা তাঁর নির্দেশে নতুন করে সে বাড়ির অন্দরসাজ করছে৷ বাড়িতে ঘোরার জন্য রাজকুমারির জন্য হাজির ডি’ওর প্র্যাম এবং পুশচেয়ার৷ কবে হাসপাতাল থেকে তার নিজের নতুন বাড়িতে পা রাখবে খুদে কোটিপতি, চলছে তারই অপেক্ষা৷