সায়গলের মা ও স্ত্রীর নামে ১ কোটির সম্পদের হদিশ, আদালতে জানাল CBI

সায়গলের মা ও স্ত্রীর নামে ১ কোটির সম্পদের হদিশ, আদালতে জানাল CBI

গরুপাচারকাণ্ডে অভিযুক্ত সায়গল হোসেনের আরও ১ কোটি টাকা মূল্যের সম্পদ উদ্ধার হয়েছে বলে আদালতে জানাল সিবিআই। শুক্রবার আদালতে এই সংক্রান্ত নথি পেশ করে সিবিআই জানায়, ওই সম্পদ রয়েছে সায়গলের মা ও স্ত্রীর নামে। এর মধ্যে প্রায় ৬০ লক্ষ টাকার জমি ও ৩৫ লক্ষ ব্যাঙ্গে গচ্ছিত রয়েছে বলে জানিয়েছে সিবিআই।

আদালতকে সিবিআই জানিয়েছে, অনুব্রত মণ্ডলের মা লতিফা খাতুন ও স্ত্রী সোমাইয়া খন্দকারের নামে ৬০ লক্ষ টাকা বাজারমূল্যের জমি পাওয়া গিয়েছে। সিউড়ি ও ডোমকলে রয়েছে এই জমিগুলি। এছাড়া ২ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৫ লক্ষ টাকার সন্ধান পাাওয়া গিয়েছে। এদিন জমির দলিল ও ব্যাঙ্কে লেনদেনের নথি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করেন সিবিআইয়ের আইনজীবী।

সিবিআইয়ের দাবি, গরুপাচারের টাকা কলকাতার একটি ভুয়ো সংস্থার মাধ্যমে সাদা করে জমা করা হয়েছিল সায়গলের মা ও স্ত্রীর অ্যাকাউন্টে। সেই টাকার একাংশ দিয়ে কেনা হয় জমি।

বলে রাখি, আগামী ৬ জুলাই আসানসোল আদালতে সায়গলের জামিনের আবেদনের শুনানি। তার আগে সিবিআইয়ের পেশ করা নথিতে আরও বিপদ বাড়ল তাঁর। ক্ষীণ হল জামিন পাওয়ার সম্ভাবনা।

(Feed Source: hindustantimes.com)