এখন বাড়িতেই ইসিজি পরীক্ষা সম্ভব! এএমইউ-এর ছাত্রের বিশেষ যন্ত্র তাক লাগাবে

এখন বাড়িতেই ইসিজি পরীক্ষা সম্ভব! এএমইউ-এর ছাত্রের বিশেষ যন্ত্র তাক লাগাবে

কলকাতা: রোগীরা এখন থেকে ঘরে বসেই নিজেদের ইসিজি পরীক্ষা করাতে পারবেন। এমনই যন্ত্র আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন এক ছাত্র।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের এম-টেক ডিগ্রির ছাত্র সামি সৌদ সম্প্রতি এমন একটি ডিভাইস তৈরি করেছেন, যাতে এখন মোবাইল বা ল্যাপটপের সাহায্যে ঘরে বসে ইসিজি পরীক্ষা করা যেতে পারে।

উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম ইউনিভার্সিটির এম.টেক ডিগ্রির এই ছাত্র তাঁর দেড় বছরের গবেষণার পর এই ডিভাইসটি তৈরি করেছেন।

এই বিশেষ যন্ত্র প্রস্তুতকারক সামি সৌদ জানিয়েছেন, ‘আমি একটি মোবাইল ইসিজি পোর্টেবল ডিভাইস তৈরি করেছি। এর আয়তন আমাদের একটি আঙুলের সমান।

আপনারা এটিকে মোবাইলের সঙ্গে কানেক্ট করে যে কোনও জায়গায় ব্যবহার করতে পারেন এবং আপনাদের ইসিজিতে কী ঘটছে তা জানতে পারেন। এটি তৈরি করতে আমার প্রায় দেড় বছরের মতো সময় লেগেছে এবং এটি তৈরিতে প্রায় ১২ হাজার টাকা খরচ হয়েছে।’

ঘরে বসে ইসিজি রিপোর্ট

তিনি আরও জানিয়েছেন যে, এর সবচেয়ে বড় সুবিধা হল রোগীরা ঘরে বসেই তাঁদের ইসিজি রিপোর্ট পেয়ে যাবেন। এর দ্বিতীয় সুবিধা হল রোগীর যদি হার্টে ব্যথা হয় সেটিও এই যন্ত্রের সাহায্যে সনাক্ত করা সম্ভব। এরপর চিকিৎসকরা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন।

সামি সৌদ জানিয়েছেন, ‘এটি একের অধিকবার ব্যবহার করা যেতে পারে। যন্ত্রটিকে বার বার চার্জ করে একের বেশিবার ব্যবহার করা সম্ভব। এটি বুকে ব্যবহার করা হয় এবং যে কোনও সাধারণ মানুষ এটিকে তাঁর মোবাইল বা ল্যাপটপের সঙ্গে সংযুক্ত করে চালাতে পারেন।’

তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘এই মুহূর্তে আমাকে আরও অনেক ক্ষেত্রে গবেষণার কাজ করতে হবে, যাতে আমি আগামী সময়ে মানুষকে সাহায্য করতে পারি। আমাদের দেশে জনসংখ্যা অনুযায়ী আমাদের কাছে পর্যাপ্ত ডাক্তার এবং ইসিজি মেশিনের অভাব রয়েছে। এই ভেবেই আমি এই ডিভাইসটি বানিয়েছি।’

(Feed Source: news18.com)