কলকাতায় ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী, পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর জোর

কলকাতায় ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী, পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর জোর

কলকাতায় পৌঁছলেন ব্রিটিশ আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী নাইজেল হাডলস্টন। পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে তিনি সোমবার দুদিনের কলকাতা সফরে এসেছেন। কলকাতার পাশাপাশি বাংলাদেশের রাজধানী ঢাকা সফরে যাবেন ব্রিটিশ আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী। ব্রিটিশ কোম্পানিগুলির বাণিজ্য বৃদ্ধি এবং ব্যবসায় বিভিন্ন সুযোগ নিয়ে তিনি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একটি যৌথ অধিবেশনে বৈদ্যুতিক গতিশীলতা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে নির্মাণের অংশীদারিত্বের একটি প্যাকেজ ঘোষণা করবেন।

উল্লেখ্য, গত বছর উভয় দেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বেড়েছে। বাংলাদেশের সঙ্গে ৫০ শতাংশ এবং ভারতের সঙ্গে ৪৫ শতাংশ বেড়েছে। হাডলস্টন বলেন, ‘ভারত ও বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের একটি শক্তিশালী এবং স্থায়ী সম্পর্ক রয়েছে। গত এক বছরে উভয়ের সঙ্গে আমাদের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যাতে দেখা যাচ্ছে যে আমাদের অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে।’

তিনি আরও বলেন, ‘আমি এখানে আমার প্রথম সরকারি সফরে জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জের বিষয়ে যুক্তরাজ্যের আগ্রহ দেখাতে চাই। আমাদের যৌথ দক্ষতা ব্যবহার করে আমাদের ব্যবসায়িক সম্পর্ককে আরও গভীর, অর্থনীতিকে আরও চাঙ্গা এবং কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।’

উল্লেখ্য, ভারত ও যুক্তরাজ্য বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হল মজবুত ভবিষ্যত গড়ে তোলার মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ দ্বিগুণ করা।’ যুক্তরাজ্য এবং পশ্চিমবঙ্গ উভয় সরকারই মোটর বাইক এবং স্কুটারের মতো বৈদ্যুতিন দ্বি-চাকার গাড়ি তৈরির জন্য একটি পাইলট প্রকল্পে হাত মেলাবে বলে মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে। কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক লো বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ দ্বিগুণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ বৈদ্যুতিন গাড়ির ক্ষেত্রে সুযোগ বাড়ানোর জন্য কলকাতায় একটি কেন্দ্রও চালু করা হবে বলে জানা গিয়েছে।

ব্রিটিশ আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী কলকাতার একটি বর্জ্য প্রক্রিয়াকরণ সংস্থা পরিদর্শন করবেন। সেখানে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে বর্জ্যকে উচ্চ মানের পুনর্ব্যবহারযোগ্য বালিতে পুনর্ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও, শিল্পপতিদের সঙ্গে একটি গোল টেবিল বৈঠক করবেন হাডলস্টন। সেখানে যুক্তরাজ্য–ভারত বাণিজ্য চুক্তির সুবিধা নিয়ে আলোচনা করবেন। কলকাতা সফর শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

(Feed Source: hindustantimes.com)